অ্যাপশহর

গিফ্ট ট্যাক্স নেই, উপহারে তবু করের কাঁটা! জানুন সাশ্রয়ের পথ

আগে উপহার বা দানের উপর কর বসত ১৯৫৮ সালের গিফ্ট ট্যাক্স আইন অনুযায়ী।

EiSamay.Com 13 Nov 2018, 4:59 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: প্রিয়জনের দেওয়া উপহার কোথায় নিশ্চিন্তে নেবেন, বরং খাতা-কলম, ক্যালকুলেটর নিয়ে বসতে হয়। আসলে করের কাঁটা বিঁধবে, এই ভয় থাকলেও এতে আখেরে আপনারই লাভ। কর গোনার বাধ্যবাধকতা সব ক্ষেত্রে হয় না। গিফ্ট ট্যাক্স অ্যাক্ট বিলুপ্ত হলেও আয়কর আইনের ৫৬ ধারায় কিছু নির্দেশ রয়েছে। সেগুলো মনে রাখলেই দামি উপহারে ভয় আর থাকবে না।
EiSamay.Com Gift Tax
প্রতীকী ছবি


আগে উপহার বা দানের উপর কর বসত ১৯৫৮ সালের গিফ্ট ট্যাক্স আইন অনুযায়ী। কিন্তু, তা বিলুপ্ত হওয়ার পর এবার আয়কর আইনের ৫৬ ধারা অনুযায়ী কর ধার্য হয়। কী সেই নিয়ম-কানুন? তথ্য রইল পাঠকদের জন্য-

নগদ উপহার
₹৫০ হাজার পর্যন্ত নগদ দান বা উপহারে কোনও কর দিতে হবে না। তবে প্রাপ্ত নগদের অঙ্ক যদি ₹৫০ হাজারের বেশি হয়, তবে তার পুরোটার উপরেই কর বসবে।

নগদ ছাড়া অন্য উপহার
স্থাবর সম্পত্তি দান হিসেবে পাওয়া গেলে, তার স্ট্যাম্প ডিউটির জন্য সরকারি মূল্যায়ন করা হয়। তা ₹৫০ হাজারের কম হলে করমুক্ত অথবা অন্যান্য সূত্র থেকে আয় হিসেবে ধরা হয়।

করমুক্ত উপহার
কিছু কিছু উপহার থাকে, যেখানে কর-চিন্তা নেই। তবে কোন কোন ক্ষেত্রে তা হয়, সেটা পরিষ্কার হওয়া প্রয়োজন।
১) আত্মীয়ের থেকে পাওয়া দান (আত্মীয়ের তালিকা আয়কর দপ্তরের ওয়েবসাইটে পাবেন)।
২) বিয়ের সময়ে পাওয়া উপহার করমুক্ত হয়।
৩) উইল মারফত বা মৃত্যুকালীন ইচ্ছে অনুযায়ী।
৪) স্থানীয় কর্তৃপক্ষের থেকে।
৫) আয়কর আইনের ১২ (এএ) ধারা অনুযায়ী, ট্রাস্টের থেকে।

এই সংক্রান্ত আপনার কোনও প্রশ্ন থাকলে, আমাদের জানান নীচের কমেন্ট বক্সে।

পরের খবর

Businessসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল