অ্যাপশহর

আপনার আধার কার্ডটি আদৌ বৈধ? জানতে দেখুন ভিডিয়ো

আধার সংযোগের সময় অনেকেই জানতে পেরেছেন, তাঁদের আধার নম্বর নাকি বৈধ নয়।

EiSamay.Com 9 Dec 2017, 5:40 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: কেন্দ্রীয় নির্দেশে ব্যাঙ্ক, PAN থেকে মোবাইল, বিমা সবেতেই আধার যোগ বাধ্যতামূলক। এরমধ্যে PAN-আধার সংযোগের জন্য সময়সীমা বাড়ানোর কথা জানিয়েছে কেন্দ্র। কিন্তু, অন্যান্য প্রকল্পগুলির ক্ষেত্রে তা আগের মতোই থাকবে বলেও জানানো হয়েছে। এরমধ্যেও নয়া হয়রানি হয়েছে বেশ কিছু নাগরিকের।
EiSamay.Com how to check the validity of any aadhaar number
আপনার আধার কার্ডটি আদৌ বৈধ? জানতে দেখুন ভিডিয়ো


আরও পড়ুন: ​ OTP দিয়ে মোবাইল-আধার যোগ ১ জানুয়ারি থেকে

আধার সংযোগের সময় অনেকেই জানতে পেরেছেন, তাঁদের আধার নম্বর বৈধ নয়। এমন অবস্থায় UIDAI-এর সঙ্গে যোগাযোগ করতে বলা হলেও, অধিকাংশ ক্ষেত্রেই নাগরিকরা বুঝতে পারেন না কী করণীয়? সমস্যা বুঝে সম্প্রতি UIDAI-এর তরফে প্রকাশ করেছে একটি ভিডিয়ো। যাতে UIDAI-এর ওয়েবসাইটে গিয়ে আধার নম্বরের বৈধতা যাচাই করে নিতে পারেন নাগরিকরা।

আরও পড়ুন: এগিয়ে আসছে ৩১! যে ভাবে নিশ্চিত হবেন, আপনার ব্যাঙ্ক অ্যাকউন্ট-আধার লিংক সফল..

১) অত্যন্ত সহজ এই পদ্ধতিতে নাগরিকদের প্রথমে UIDAI-এর ওয়েবসাইটে যেতে হবে।

২) সেখানে ভেরিফাই আধার নম্বর (Verify Aadhaar Number) সেকশনে ক্লিক করতে হবে।

৩) নতুন পেজটিতে প্রথমে ১২ ডিজিটের আধার নম্বর দিতে হবে। তার নীচে সিকিউরিটি কোডটি বসাতে হবে।

৪) ক্লিক করতে হবে নীচে লেখা ভেরিফাই (Verify) অপশনে।

৫) এরপরই নয়া মেসেজ পেজে লেখা দেখা যাবে। যার মাধ্যমে যে কোনও নাগরিক জানতে পারবেন তাঁর আধারের বৈধতা।



ভিডিয়োটি দেখে আজই মিলিয়ে দেখে নিন আপনার আধার নম্বর। কমেন্ট বক্সে আপনার অভিজ্ঞতা জানাতে ভুলবেন না।

পরের খবর

Businessসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল