অ্যাপশহর

ধরা পড়ল ত্রুটি, HONDA ফেরাবে ৪০ হাজারেরও বেশি গাড়ি

জ্যাজ, সিটি, সিভিক ও অ্যাকর্ড মডেলের মোট ৪১,৫৮০টি গাড়ি বাজার থেকে তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে HONDA।

EiSamay.Com 31 Jan 2017, 8:12 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: ১ বছরের মধ্যে ফের বাজার থেকে গাড়ি ফেরানোর সিদ্ধান্ত HONDA’র। এক বিবৃতিতে সংস্থার তরফে জানানো হয়েছে, ২০১২ সালে প্রস্তুত করা বেশ কিছু গাড়ি বাজার থেকে তুলে নেওয়া হবে। ত্রুটিপূর্ণ এয়ারব্যাগ সারাতেই গাড়ি তুলে নেওয়ার সিদ্ধান্ত। এর আগে গতবছর জুলাইতে একপ্রস্থ গাড়ি তুলে নিয়েছিল HONDA। সেবারও একই কারণ জানানো হয়েছিল।
EiSamay.Com honda recalls 41580 cars in india to replace airbag inflators
ধরা পড়ল ত্রুটি, HONDA ফেরাবে ৪০ হাজারেরও বেশি গাড়ি


জ্যাজ, সিটি, সিভিক ও অ্যাকর্ড মডেলের মোট ৪১,৫৮০টি গাড়ি বাজার থেকে তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে HONDA। টাকাতা এয়ারব্যাগের সমস্যা থাকাতেই এই সিদ্ধান্ত। সংস্থার তরফে এই নিয়ে ক্রেতাদের সঙ্গে যোগাযোগ করা হবে। এবং সম্পূর্ণ বিনামূল্যে ওই এয়ারব্যাগগুলি বদলে দেওয়া হবে।

২০১২ সালে প্রস্তুত ৭,২৬৫টি জ্যাজ, ৩২,৪৫৬টি সেডান সিটি মডেল ইউনিট বাজার থেকে সারাইয়ের জন্য তোলা হবে। এছাড়াও অ্যাকর্ড-এর ৬৫৯টি ইউনিট ও সিভিক-এর ১২০০টি ইউনিট সারাইয়ে পাঠানো হবে।

ত্রুটিপূর্ণ এয়ারব্যাগ ব্যবহারের অভিযোগে ইতিমধ্যেই টাকাতা বিরুদ্ধে মামলা চলছে মার্কিন আদালতে। গোটা বিশ্বেই ওই কম্পানির তৈরি এয়ারব্যাগ ব্যবহার বন্ধ করা হয়েছে। ইতিমধ্যেই ব্যবহৃত গাড়িগুলিতেও পুনরায় সারাই চলছে।

পরের খবর

Businessসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল