অ্যাপশহর

ট্রাম্পের সফরের মধ্যেই সুখবর, ভারতে ₹২০০০ কোটি লগ্নির পথে ইউনিলিভার

ভারতে ডাভ, সার্ফ এক্সেল এবং কিষাণের মতো জনপ্রিয় ব্র্যান্ড HUL-এর ঝুলিতে। ২০১৯ সালের মার্চে শেষ হওয়া আর্থিক বছরে তাদের আয়ের পরিমাণ ছিল ₹৩৮,২২৮ কোটি। নিজের পায়ের তলার মাটি আরও পাকা করতে গত কয়েক বছরে নানা পদক্ষেপ করেছে HUL।

EiSamay.Com 24 Feb 2020, 9:48 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: বিপুল সম্ভাবনার কথা মাথায় রেখে ভারতে নতুন একটি সহযোগী সংস্থা খোলার পথে হিন্দুস্তান ইউনিলিভার (HUL)। সেই জন্য ২০০০ কোটি টাকা লগ্নির ভাবনা আছে দেশের অন্যতম বৃহৎ এই ভোগ্যপণ্য সংস্থাটির।
EiSamay.Com মন্দার বাজারে সুখবর (ফাইল ছবি)
মন্দার বাজারে সুখবর (ফাইল ছবি)


সোমবার শেয়ার মার্কেটে দাখিল এক নথিতে HUL জানিয়েছে, একটি নতুন ১০০% সহযোগী সংস্থা খোলার প্রস্তাব অনুমোদন করেছে হিন্দুস্তান ইউনিলিভারের পরিচালন পর্ষদ। প্রাথমিকভাবে ২০০০ কোটি টাকার মুলধন নিয়ে নতুন এই সংস্থা পথ চলা শুরু করবে বলে জানিয়েছে তারা।

ভারতে ব্যবসার পরিবেশ ক্রমশ বদলে যাচ্ছে। ব্যবসা বৃদ্ধির এই সূবর্ণ সুযোগকে কাজে লাগাতে নয়া সহযোগী সংস্থা খোলার সিদ্ধান্ত বলে জানিয়েছে হিন্দুস্তান ইউনিলিভার। এই পদক্ষেপের ফলে এ দেশে ব্যবসায়িক তৎপরতা বৃদ্ধির পাশাপাশি সংস্থা আরও গ্রাহক-কেন্দ্রীক হয়ে উঠবে বলে জানিয়েছে HUL।

ভারতে ডাভ, সার্ফ এক্সেল এবং কিষাণের মতো জনপ্রিয় ব্র্যান্ড HUL-এর ঝুলিতে। ২০১৯ সালের মার্চে শেষ হওয়া আর্থিক বছরে তাদের আয়ের পরিমাণ ছিল ₹৩৮,২২৮ কোটি। নিজের পায়ের তলার মাটি আরও পাকা করতে গত কয়েক বছরে নানা পদক্ষেপ করেছে HUL। এর মধ্যে অন্যতম হল আর একটি ভোগ্যপণ্য সংস্থা GSK কনজিউমার হেল্থকেয়ার ইন্ডিয়ার অধিগ্রহণ।

পরের খবর