অ্যাপশহর

স্বস্তির খবর, FD-তে প্রবীণদের বেশি সুদ দেবে এই ব্যাঙ্ক

প্রবীণ গ্রাহকদের স্বস্তি দিয়ে এর আগে SBI বিশেষ মেয়াদি আমানত প্রকল্পের সময়সীমা বৃদ্ধি করেছিল। 31 মার্চ থেকে এর মেয়াদ 30 জুন পর্যন্ত বৃদ্ধি করা হয়েছিল। এবার আরও একটি ব্যাঙ্ক এই বিশেষ মেয়াদি আমানত প্রকল্পের সময়সীমা বৃদ্ধি করল।

Ei Samay 31 Mar 2021, 10:29 am
এই সময়: দ্বিতীয় কোভিড ঢেউয়ের দেশজুড়ে ফের ত্রাহি রব পড়েছে। প্রতিদিন লাফিয়ে বাড়ছে আক্রান্তের গ্রাফ। এর মধ্যেই একাধিক বিশেষ স্থায়ী আমানতে শেষের দিন 31 মার্চ এগিয়ে আসায় উদ্বেগ বাড়ছিল প্রবীণদের মধ্যে। কারণ এই অবসর জীবনে স্বল্প সঞ্চয় থেকে আয়ের উপরে তাঁদের অনেকাংশে নির্ভর করতে হয়। স্বাভাবিকভাবে FD-তে সুদ কমলে সবথেকে বেশি সমস্যার মধ্যে পড়বেন তাঁরা।
EiSamay.Com money 1
প্রতীকী ছবি


2020-21 আর্থিক বছর শেষ হওয়ার আগেই প্রবীণ নাগরিকদের জন্য স্বস্তির খবর। SBI-এর পরে এবার খুশির খবর ঘোষণা করল HDFC ব্যাঙ্ক। উদ্ভূত পরিস্থিতিতে বিশেষ মেয়াদি আমানত প্রকল্পের সময়সীমা বাড়িয়ে 30 জুন পর্যন্ত করেছে বেসরকারি এই ব্যাঙ্কটি। করোনাভাইরাস অতিমারীর মধ্যে সমস্ত ব্যাঙ্ক যখন মেয়াদি আমানতে সুদের হার কমাচ্ছে তখন গত বছর মে মাসে 'সিনিয়র সিটিজেন কেয়ার এফডি স্কিম' আনে ব্যাঙ্কটি। এই বিশেষ প্রকল্পে প্রবীণ নাগরিকদের আমানতে অতিরিক্ত সুদ দেওয়া হচ্ছে। উল্লেখ্য, এর আগে SBI-ও বিশেষ এই স্থায়ী আমানত প্রকল্পের মেয়াদ বৃদ্ধি করেছিল। SBI-এর এই প্রকল্পের পোশাকি নাম SBI WeCare।

SBI Wecare: প্রবীণদের বেশি সুদ! জুন মাস পর্যন্ত বিশেষ FD স্কিমের মেয়াদ বাড়াল SBI
এই প্রকল্পের আওতায় প্রবীণ নাগরিকদের 0.75 শতাংশ অতিরিক্ত সুদ দিচ্ছে এইচডিএফসি ব্যাঙ্ক। কাজেই এই প্রকল্পে কোনও প্রবীণ নাগরিক মেয়াদি আমানত করলে বার্ষিক 6.25 শতাংশ হারে সুদ পাবেন। গত বছরের 13 নভেম্বর থেকে এই সুদের হার প্রযোজ্য হবে। 5 বছর 1 মাস থেকে 10 বছরের 5 কোটি টাকার কম মেয়াদি আমানতের ক্ষেত্রে এই সুদ পাওয়া যাচ্ছে।

টাটকা ভিডিয়ো খবর পেতে সাবস্ক্রাইব করুন এই সময় ডিজিটালের YouTube পেজে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন।

পরের খবর

Businessসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল