অ্যাপশহর

দেশে সস্তা হতে পারে হার্লে বাইক

ইতিমধ্যেই ১৬০০ সিসির বেশি ইঞ্জিনক্ষমতার বাইকের ক্ষেত্রে আমদানি শুল্ক কমিয়ে ‘সিঙ্গল ডিজিট’ করার আশ্বাস দিয়েছেন ভারতীয় আধিকারিকরা। প্রস্তাবিত সিদ্ধান্ত কার্যকর হলে ১৬০০ সিসির বেশি ইঞ্জিনক্ষমতার বাইকের নতুন শুল্ক দাঁড়াবে।

EiSamay.Com 22 Feb 2020, 1:32 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: ভারতে সস্তা হতে চলেছে হার্লে ডেভিডসন বাইক। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দীর্ঘদিন ধরেই ভারতে হার্লের বাইক আমাদানির ক্ষেত্রে শুল্ক কমানোর দাবি জানিয়ে আসছেন। সোমবার থেকে দু’দিনের ভারত সফরে আসছেন ট্রাম্প। গুজরাট থেকে এই সফর শুরু হতে চলেছে। তাঁর সফর চলাকালীন ‘উপহার’ হিসাবে হার্লে ডেভিডসনের উপর আমদানি শুল্ক কমানোর কথা ঘোষণা করতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
EiSamay.Com Harley-Davidson
হার্লের বাইক


ইতিমধ্যেই ১৬০০ সিসির বেশি ইঞ্জিনক্ষমতার বাইকের ক্ষেত্রে আমদানি শুল্ক কমিয়ে ‘সিঙ্গল ডিজিট’ করার আশ্বাস দিয়েছেন ভারতীয় আধিকারিকরা। প্রস্তাবিত সিদ্ধান্ত কার্যকর হলে ১৬০০ সিসির বেশি ইঞ্জিনক্ষমতার বাইকের নতুন শুল্ক দাঁড়াবে।

বর্তমানে, আমদানি করা বাইকের উপর ৫০ শতাংশ শুল্ক নেওয়া হয়। আগে এর পরিমাণ ছিল ১০০ শতাংশ। ২০১৯ সালে মোদী এবং ট্রাম্প বিষয়টি নিয়ে টেলিফোনে আলোচনার পর তা কমানো হয়। যদিও এই শুল্ক এখনও যথেষ্ট ‘বেশি’ এবং ‘গ্রহণযোগ্য’ নয় বলে সমালোচনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট। কিন্তু, ভারত সম্পূর্ণ তৈরি করা বাইক আমদানির উপর শুল্ক কমালেও এ দেশে যন্ত্রাংশ এনে তা অ্যাসেম্বল করে তৈরি বাইকের আমদানি শুল্ক ১০ শতাংশ থেকে বাড়িয়ে ১৫ শতাংশ করেছে। আর এ দেশে হার্লের বিক্রির সিংহভাগই অ্যাসেম্বল করা বাইক থেকে আসে। তা ছাড়া এ দেশে হার্লের ১৬০০ সিসির কম ইঞ্জিনক্ষমতার বাইকের বিক্রি বেশি।

গত অর্থবর্ষে ভারতে মোট ২,৬৭৬টি বাইক বিক্রি করেছে হার্লে ডেভিডসন। এ দেশে তাদের ১৭টি মডেলের বাইক বিক্রি করে হার্লে। দাম ৫.৩৩ লক্ষ টাকা থেকে ৫০.৩ লক্ষ টাকার মধ্যে।

আমদানি শুল্ক কমানো হলে শুধুমাত্র হার্লে ডেভিডসনই নয়, উপকৃত হবে ইন্ডিয়ান মোটরসাইকেল, ট্রায়াম্ফ এবং হন্ডার মতো বাইক প্রস্তুতকারী সংস্থাগুলিও। ভারত আমদানি শুল্ক কমালে হার্লে ডেভিডসনের পাশাপাশি উপকৃত হবেন ট্রাম্পও। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে এর থেকে ফায়দা তুলতে পারবেন তিনি।

পরের খবর

Businessসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল