অ্যাপশহর

GST-তে কমছে হোটেল ভাড়া, বুকিং-এর আগে জেনে নিন

আগামী ১ জুলাই থেকে সারা দেশ জুড়ে শুরু হচ্ছে GST।

EiSamay.Com 19 Jun 2017, 6:35 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: আগামী ১ জুলাই থেকে সারা দেশ জুড়ে শুরু হচ্ছে GST। সাধারণ মানুষ থেকে সংবাদমাধ্যম – সব জায়গায়তেই একই প্রশ্ন, কোন জিনিসের দাম কমছে? আর কোন জিনিসের দাম বাড়ল? আর তা ঠিক করতেই রোজ বৈঠক বসছে GST কাউন্সিলের। রবিবারও এমনই বৈঠকে বসেছিলেন GST কাউন্সিলের সদস্যরা।
EiSamay.Com gst impact hotel rates set to come down
GST-তে কমছে হোটেল ভাড়া, বুকিং-এর আগে জেনে নিন


GST চালু হওয়ার পর কমতে চলেছে হোটেল বুকিং ভাড়া। হোটেল বুকিং-এর পরিষেবার উপর যে কর ধরা হত, এবার GST চালুর পর তা হার পরিবর্তন করেছে কাউন্সিল। ₹২৫০০ থেকে ₹৫০০০-এর রুম বুকিংয়ের উপর ১৮% এবং ₹৫০০০ থেকে ₹৭৫০০-এর বুকিংয়ে ২৮% GST ধরা হবে।

প্রসঙ্গত, ₹২৫০০ থেকে ₹৫০০০-এর রুম বুকিংয়ের উপর বর্তমানে ২১% কর নেওয়া হয়। কিন্তু, GST চালুর পর তা ১৮% হারে নেওয়া হবে। অর্থাৎ, ৩%-এর ছাড়ের লাভবান হবেন গ্রাহকরা। GST চালুর পর থেকে ₹১০০০-এর নীচে হোটেলের ঘর ভাড়া বাবদ কর লাগবে বলে না আগেই জানিয়েছে সরকার। সঙ্গে ₹১০০০ থেকে ₹২৫০০০ পর্যন্ত ঘর ভাড়া করলে ১২% কর দিতে হবে।

শুধু তাই নয়, থ্রা বা ফাইস্টার হোটেলের রেস্তরাঁগুলিতে খাবারের উপর আগে যে ২৮% কর নেওয়া হতো। GST-র পর থেকে তা ১৮% নেওয়া হবে।

খবরটি ইংলিশে পড়তে ক্লিক করুন

পরের খবর

Businessসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল