অ্যাপশহর

‘এক পণ্য এক দাম’ চালুর নির্দেশ কেন্দ্রের

একই পণ্য বিভিন্ন ‘সর্বোচ্চ খুচরো মূল্যে’ বিক্রি না করার জন্য সংস্থাগুলির উপর নিষেধাজ্ঞা জারি করেছে কেন্দ্র৷

EiSamay.Com 1 Jul 2017, 9:49 am
এই সময় : একই পণ্য বিভিন্ন ‘সর্বোচ্চ খুচরো মূল্যে’ বিক্রি না করার জন্য সংস্থাগুলির উপর নিষেধাজ্ঞা জারি করেছে কেন্দ্র৷ এর ফলে একই পণ্যের উপর বিমানবন্দর , শপিং মল এবং সিনেমা হলে আলাদা সর্বোচ্চ খুচরো মূল্য ধার্য করা বন্ধ করবে সংস্থাগুলি৷
EiSamay.Com gst impact and effect an all items and transations
‘এক পণ্য এক দাম’ চালুর নির্দেশ কেন্দ্রের


আর একই পণ্যের জন্য বিভিন্ন জায়গায় আলাদা আলাদা দাম দেওয়ার হাত থেকে স্বস্তি পাবেন ক্রেতারা৷ ২০১১ সালের লিগাল মেট্রোলজি (প্যাকেজড কমোডিটিজ ) রুলস সংশোধন করে এই নির্দেশিকা জারি করেছে কেন্দ্র৷ ২০১৮ -র ১ জানুয়ারি থেকে এই নিয়ম কার্যকর হবে৷ বিষয়টির সঙ্গে যুক্ত এক আধিকারিক বলেন , ‘উত্পাদনকারী সংস্থাগুলিকে আমরা কিছুটা সময় দিচ্ছি , যাতে তারা এই নিয়ম কার্যকর করতে পারে৷ ’
সমস্ত স্বত্ত্বভোগীদের সঙ্গে আলোচনা করার পরেই আমরা এই নিরপেক্ষ সিদ্ধান্ত নিয়েছি বলে জানিয়েছে কেন্দ্রীয় উপভোক্তা বিষয়ক মন্ত্রক৷ ক্রেতাদের অতিরিক্ত সুরক্ষা দেওয়ার লক্ষ্যেই নিয়ম সংশোধন করা হলেও একই সঙ্গে ‘ইজ অফ ডুয়িং বিজনেস ’-এর উপরেও জোর দেওয়া হয়েছে বলেও মন্ত্রকের তরফে জানানো হয়েছে৷ ‘কোনও ব্যক্তিই যেন একই ধরনের প্যাকেটজাত পণ্যের উপর একাধিক সর্বোচ্চ মূল্য (ডুয়াল এমআরপি ) ধার্য না করে সে বিষয়ে নির্দিষ্ট ভাবে উল্লেখ করা হয়েছে৷ কোনও আইনের আওতায় তা স্বীকৃত হলে তা ব্যতিক্রম বলে গণ্য করা হবে৷ সিনেমা হল , বিমানবন্দর , শপিং মল প্রভৃতি স্থানে একই পণ্যের উপর একাধিক সর্বোচ্চ মূল্য নিয়ে ক্রেতাদের মনে যে ক্ষোভ ছিল এর ফলে তা দূর হবে ,’

বিবৃতিতে জানিয়েছে কেন্দ্রীয় উপভোক্তা বিষয়ক মন্ত্রক৷ তবে , এই নিয়ম তাদের ক্ষেত্রে প্রযোজ্য হবে না বলে রেস্তোরাঁর মালিকরা জানিয়েছেন৷ এ প্রসঙ্গে ন্যাশনাল রেস্টুর্যান্ট অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ার সম্পাদক রাহুল সিং বলেন , ‘রেস্তোরাঁগুলির ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য হবে না , কারণ জিএসটি অনুযায়ী রেস্তোরাঁগুলি সরবরাহ পরিষেবার আওতায় পরে৷ সাম্প্রতিক নির্দেশিকা খুচরো পরিষেবার ক্ষেত্রেই প্রযোজ্য হবে , যেখানে ক্রেতারা কাউন্টার থেকে সরাসরি পণ্য কিনবেন৷ ’ ক্রেতাদের পড়ার সুবিধার জন্য পণ্যের প্যাকেটের উপর বড় অক্ষরে লেখার জন্যও নির্দেশ দেওয়া হয়েছে৷ স্টেন্ট , ভালভ , অর্থোপেডিক ইমপ্ল্যান্টস , সিরিঞ্জ এবং অস্ত্রোপচারের জন্য প্রয়োজনীয় যন্ত্রাংশের মতো চিকিত্সা সংক্রান্ত জিনিসপত্রের উপরেও সর্বোচ্চ খুচরো মূল্য লিখতে হবে বলে নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় উপভোক্তা বিষয়ক মন্ত্রক৷ ফার্মাসিউটিক্যাল দন্তরের সচিব জয় প্রিয়ে প্রকাশ বলেন , ‘ক্রেতাদের সচেতনতা বাড়ানোর জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে৷ ক্রেতাদের কোন যন্ত্রাংশের দাম কত তা জানার সম্পূর্ণ অধিকার রয়েছে৷ ’

চিকিত্সা সংক্রান্ত যন্ত্রাংশ নিয়ে কোনও রকম অভিযোগের ক্ষেত্রে ক্রেতাদের উত্পাদনকারী সংস্থার কাছে পৌঁছোনোর কোনও উপায় থাকে না৷ এর পর ক্রেতাদের পক্ষে সেই অসুবিধা আর থাকবে না , এক লিগাল মেট্রোলজি আধিকারিক বলেন৷ বিদেশি সংস্থাগুলি সরাসরি এ ধরনের যন্ত্রাংশ ক্রেতাদের কাছে বিক্রি করছে না এই যুক্তি দেখিয়ে সর্বোচ্চ খুচরো মূল্যের উল্লেখ করে না তাদের বিক্রিত পণ্যে৷ এর ফলে সেই জটিলতাও দূর হবে বলে জানিয়েছেন ওই আধিকারিক৷

পরের খবর

Businessসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল