অ্যাপশহর

চিটফান্ড বাগে আনতে কড়া হচ্ছে কেন্দ্র

ব্যাঙ্কে যাওয়ার বদলে পনজি স্কিমের মোটা সুদের লোভে পা দিয়ে সর্বস্ব খুইয়েছেন বহু মানুষ।

EiSamay.Com 30 May 2016, 7:27 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: এই স্কিমে টাকা রাখুন। এক মাসেই দ্বিগুণ হয়ে যাবে। লোভনীয় প্রস্তাব। ব্যস, লোভের ফাঁদে পা দিয়ে শেষ পর্যন্ত অরণ্যে রোদন। কোম্পানি উঠে গেল। আপনার কষ্টের রোজগারও চলে গেল। চিট ফান্ড বা পনজি স্কিম। কোটি কোটি টাকার প্রতারণা। সাম্প্রতিকতম উদাহরণ সাহারা, সারদা কাণ্ড। অতীতের সঞ্চয়িতা, ওভারল্যান্ড ইত্যাদি। চিটফান্ড রুখতে এবার কড়া আইন আনতে চলেছে কেন্দ্র। গ্রামীণ ভারতকে ব্যাঙ্কিংয়ের আওতায় আনতে এই আইন তৈরি করা হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
EiSamay.Com govt plans legislation to crack down on ponzi schemes
চিটফান্ড বাগে আনতে কড়া হচ্ছে কেন্দ্র


দেখা গিয়েছে, চিটফান্ড বা পনজি স্কিমে টাকা রাখার প্রবণতা শহরের থেকে বেশি গ্রামাঞ্চলে। ব্যাঙ্কে যাওয়ার বদলে পনজি স্কিমের মোটা সুদের লোভে পা দিয়ে সর্বস্ব খুইয়েছেন বহু মানুষ। ক্ষুদ্র সঞ্চয়ের সেই অর্থ চিটফান্ড সংস্থায় না খুইয়ে যাতে মানুষ ব্যাঙ্কে রাখেন, তার জন্য অর্থ আইনের ফাঁকগুলি চিহ্নিত করছে কেন্দ্র। সরকারের মতে, কড়া নয়া আইন এনে পনজি স্কিম বন্ধ করার ব্যাপারে পরিকল্পনা চলছে।

সংসদের স্ট্যান্ডিং কমিটির সদস্য সাংসদ নিশিকান্ত দুবের কথায়, 'আমাদের লক্ষ্য, যাতে ভবিষ্যতে সাহারা-র মতো কোনও কোম্পানি না গজিয়ে ওঠে। তার জন্য শক্ত আইন আনা হচ্ছে।' জুলাইয়েই পনজি স্কিম বিরোধী বিল আনা হবে সংসদে।

পরের খবর

Businessসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল