অ্যাপশহর

মধুচন্দ্রিমার ইতি! RBI-এর উপর সন্তুষ্ট নয় কেন্দ্রীয় সরকার

রঘুরাম রাজনের পর ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের গভর্নরের পদে আসেন শাসক দলের পছন্দের উর্জিত পটেল।

EiSamay.Com 7 Jun 2017, 10:23 am
এই সময় ডিজিটাল ডেস্ক: রঘুরাম রাজনের পর ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের গভর্নরের পদে আসেন শাসক দলের পছন্দের উর্জিত পটেল। কিন্তু বছর ঘুরতে না ঘুরতেই সেই ভরসার জায়গায় ধীরে ধীরে ফাটল ধরতে শুরু করেছে। কেন্দ্রীয় সরকার মনে করছে ভারতের অর্থনৈতিক বৃদ্ধির জন্যে যথেষ্ট চেষ্টা করছে না ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক। সেপ্টেম্বরে দায়িত্ব নেওয়ার পর মাত্র ২৫ বেসিস পয়েন্ট কমানো ছাড়া আর কোনও সংস্কারমূলত পদক্ষেপ করেনি আরবিআই।
EiSamay.Com govt feels rbi is not doing enough to boost growth
মধুচন্দ্রিমার ইতি! RBI-এর উপর সন্তুষ্ট নয় কেন্দ্রীয় সরকার


কেন্দ্রীয় সরকারের একাংশ মনে করছে বর্তমানে দেশের যে আর্থিক পরিস্থিতি এবং মুদ্রাস্ফীতির হার রয়েছে তাতে উর্জিত পটেল আরও খানিকটা সুদের হার কমাতেই পারেন। যদিও এখন মানিটারি পলিসি কমিটি সিদ্ধান্ত নেয় সুদের হার বাড়ানো অথবা কমানো হবে কি না, তবুও রিজার্ভ ব্যাঙ্কের হাতে যথেষ্ঠ ক্ষমতা রয়েছে সেখানে নিজের বক্তব্য পেশ করার।


মানিটারি পলিসি কমিটির কাজ নিয়ে গভীর অসন্তোষ প্রকাশ করেছে মোদী সরকার। সরকারের মনোনীত তিন জন কমিটি সদস্যের কাজেও বিশেষ খুশি নয় কেন্দ্রীয় সরকার। সোমবার আরবিআই-এর কাছে একটি চিঠি পাঠানো হলেও শেষ পাওয়া খবর অনুযায়ী কোনও উত্তর পায়নি কেন্দ্রীয় সরকার।


অন্যদিকে আজ, বুধবারই দ্বি-মাসিক আর্থিক নীতি ঘোষণা করতে চলেছে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক। রেপো রেট কমার আশা বিশেষ নেই বলেই মনে করছেন বিশিষ্টরা।

খবরটি ইংরেজিতে পড়তে CLICk করুন

# Sections within the government said to be unhappy as RBI has not lowered of interest rates
# Government said to be disappointed with the functioning of Monetary Policy Committee, headed by the RBI governor, that decides interest rates

পরের খবর

Businessসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল