অ্যাপশহর

শুক্রবার দাম কমল সোনার, ঊর্ধ্বমুখী রুপো

শুক্রবার সামান্য দাম কমল সোনার। তবে তা এখনও সাধারণ মানুষের ধরাছোঁয়ার বাইরে। এদিকে, সোনার দাম সামান্য কমলেও রুপোর দর এদিনও বৃদ্ধি পেয়েছে।

EiSamay.Com 11 Sep 2020, 10:11 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: শুক্রবার ভারতে সামান্য দাম কমল সোনার। এদিন বাজার খোলার সময় গতকালের তুলনায় সোনালি ধাতুর দাম অনেকটা পড়ে গিয়েছিল। দিনের শেষে সোনার দাম কিছুটা বাড়লেও তা গতকালের দাম ছাপিয়ে যায়নি। যদিও রুপোর দাম বেশ কিছুটা বেড়েছে।
EiSamay.Com gold f
প্রতীকী ছবি (সৌজন্যে: Pixabay)


ভারতে স্বর্ণ ব্যবসায়ীদের বৃহত্তম সংগঠন ইন্ডিয়া বুলিয়ান অ্যান্ড জুয়েলার্স অ্যাসোসিয়েশন (IBJA)। মূলত মুম্বই ভিত্তিক এই সংগঠনের দেওয়া তথ্য অনুসারে, এদিন সন্ধ্যায় খাঁটি সোনার (২৪ ক্যারেট) প্রতি ১০ গ্রাম সোনার দাম দাঁড়িয়েছে ৫১ হাজার ৪৪১ টাকা। আগের দিন যার দাম ছিল ৫১ হাজার ৪৭৬ টাকা। অন্যদিকে, ১ কিলোগ্রাম ওজনের রুপোর বারের দাম ৬৫ হাজার ৪২৪ টাকা থেকে বেড়ে হয়েছে ৬৬ হাজার ৯১ টাকা।

সোনা-রুপোর গয়নার ক্ষেত্রে এর সঙ্গে যুক্ত হবে পণ্য ও পরিষেবা কর (GST) এবং মেকিং চার্জ। ফলে সোনা-রুপোর গয়না কিনতে গেলে পকেটে আরও টান পড়বে।

ভারতের ঘরোয়া বাজারে প্রয়োজনীয় সোনার অধিকাংশ বিদেশ থেকে আমদানি করতে হয়। ফলে আন্তর্জাতিক বাজার, আন্তর্জাতিক মুদ্রা বাজারে ভারতীয় মুদ্রার মূল্য প্রভৃতি বিষয় দেশের অভ্যন্তরে সোনার দর নির্ধারণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়।

ভারতে এক এক রাজ্যে সোনা এবং রুপোর উপরে করের হার বিভিন্ন। ফলে বিভিন্ন শহরে এর দামের তারতম্য দেখা যায়। করোনা সংক্রমণ রুখতে শুক্রবার পশ্চিমবঙ্গ জুড়ে পূর্ণাঙ্গ লকডাউন চলছে। যে কারণে এদিন কলকাতার পাইকারি সোনা-রুপোর বাজার বন্ধ ছিল।

করোনা পরিস্থিতির মধ্যেও ভারতের শেয়ার বাজারে বৃদ্ধি অব্যাহত। চলতি সপ্তাহে সেনসেক্স বৃদ্ধি পেয়েছে ১.২৯ শতাংশ। আর নিফটি বেড়েছে ১.১৫ শতাংশ।

আরও পড়ুন: শুক্রবার নিস্তেজ বাজার, ছোট ও মাঝারি শেয়ারের প্রতি ঝোঁক বাড়ছে লগ্নিকারীদের

শুক্রবার বাজার বন্ধ হওয়ার সময় গতকালের তুলনায় মাত্র ০.০৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে সেনসেক্স (Sensex)। ১৪ পয়েন্ট বেড়ে সূচক গিয়ে থামে ৩৮,৮৫৪.৫ পয়েন্টে। অন্যদিকে, নিফটি (Nifty) ১৫ পয়েন্ট বা ০.১৩ শতাংশ বেড়ে হয়েছে ১১,৪৬৪ পয়েন্ট। পরিসংখ্যান বলছে, চলতি সপ্তাহে সেনসেক্স বৃদ্ধি পেয়েছে ১.২৯ শতাংশ। আর নিফটি বেড়েছে ১.১৫ শতাংশ।

এই সময় ডিজিটাল এখন টেলিগ্রামেও। সাবস্ক্রাইব করুন, থাকুন সবসময় আপডেটেড। জাস্ট এখানে ক্লিক করুন

পরের খবর

Businessসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল