অ্যাপশহর

সপ্তাহের শেষে অনেকটা সস্তা সোনা! কলকাতায় দাম কত?

Gold Price: সপ্তাহের শেষে অনেকটা সস্তা হল সোনা। শনিবারে কতটা দাম কমল দেখে নেওয়া যাক

EiSamay.Com 15 Jan 2022, 6:33 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: পরপর সোনার দাম লাফিয়ে লাফিয়ে বৃদ্ধি পাচ্ছিল গত বেশ কয়েকদিন ধরে। তবে সপ্তাহের শেষে সস্তা হল সোনা। 24 ক্যারেট গোল্ড থেকে শুরু করে 22 ক্যারেট উভয় সোনারই দাম কমল এদিন। পাশাপাশি অনেকটা সস্তা হল রুপোও।
EiSamay.Com Gold Price
ফাইল ফটো


এর আগে একটানা চারদিন ধরে ঊর্ধ্বমুখী ছিল সোনার দাম। দুশ্চিন্তার ভাঁজ ফুটে উঠেছিল সাধারণ মানুষের কপালে। তবে সপ্তাহের শেষে সস্তা হল সোনা। এর আগে চলতি সপ্তাহের প্রথমদিনই কমেছিল সোনার দাম।

SBI গ্রাহকদের জন্য খুশির খবর! ফের FD-তে সুদ বাড়াল ব্যাঙ্ক
একনজরে দেখে নেওয়া যাক কলকাতায় আজ সোনার দাম - (Today Gold Price in Kolkata)
কলকাতায় 24 ক্যারেট সোনার দাম ( 24 Carat Gold Price)

কলকাতায় 24 ক্যারট সোনার প্রতি গ্রামে দাম রয়েছে 4865 টাকা। প্রতি 10 গ্রামে দাম রয়েছে 48650 টাকা। গতকাল 24 ক্যারট সোনার প্রতি গ্রামে দাম ছিল 4880 টাকা। প্রতি 10 গ্রামে দাম ছিল 48800 টাকা। আজ গ্রাম প্রতি সস্তা হয়েছে 15 টাকা। 10 গ্রামে দাম কমেছে 150 টাকা।

কলকাতায় 22 ক্যারেট সোনার দাম ( 22 Carat Gold Price)

আজ কলকাতায় 22 ক্যারট সোনার প্রতি গ্রামে দাম 4615 টাকা। প্রতি 10 গ্রামে দাম রয়েছে 46150 টাকা। গতকাল 22 ক্যারট সোনার দাম ছিল 4830 টাকা। প্রতি 10 গ্রামে দাম ছিল 48300 টাকা। অর্থাৎ প্রতি গ্রামে দাম কমেছে 215 টাকা।


কলকাতায় 22 ক্যারট হলমার্কযুক্ত সোনার দাম ( 22 Carat Hallmarked Gold Price)

কলকাতায় 22 ক্যারট হলমার্কযুক্ত সোনার দাম রয়েছে গ্রাম প্রতি 4685 টাকা। প্রতি 10 গ্রামে দাম রয়েছে 46850 টাকা। তবে আগের দিন গ্রাম প্রতি দাম ছিল 4700 টাকা। 10 গ্রামে দাম ছিল 47000 টাকা। অর্থাৎ এই সোনার দাম কিন্তু বেড়েছে।

তবে, শুধু সোনা নয়, সোনার পাশাপাশি সস্তা হয়েছে রুপোও। আজ কলকাতায় প্রতি কেজিতে রুপোর দাম 61850 টাকা। যা গতকাল ছিল 62350 টাকা। অর্থাৎ প্রায় 500 টাকা কমেছে কেজি প্রতি রূপোর দাম।

LPG-তে কত টাকা ভর্তুকি পাচ্ছেন? মোবাইলেই জেনে নিন...
সোনা-রুপোর দাম একসঙ্গে কমায়, আপনার কতটা সুবিধা হল তা কমেন্ট করে জানান কমেন্টবক্সে।

20-র বেশি সেক্টর থেকে তথ্য সমৃদ্ধ, দুরন্ত বিশ্লেষণ Economic Times-এর। ক্লিক করুন

পরের খবর

Businessসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল