অ্যাপশহর

Gold Price: দারুণ সস্তা হলদে ধাতু, সোনা কেনার সেরা সুযোগ এখনই?

Gold Price: দীপাব‌লির আগে সোনার দাম কমল বাজারে। বিনিয়োগের দারুণ সুযোগ সাধারণ মানুষের জন্য। তবে একেবারে নয়। পরিস্থিতি বুঝে কিনতে হবে সোনা, এ ব্যাপারে বিশেষজ্ঞরা কী পরামর্শ দিলেন? দেখে নেওয়া যাক।

Produced byকিশোর শীল | Lipi 7 Oct 2022, 5:33 pm

হাইলাইটস

  • রিজার্ভ ব্যাঙ্ক সাম্প্রতিক সময়ে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের জন্য 125-300 বেসিস পয়েন্ট বাড়িয়েছে
  • সরাসরি প্রভাব পড়েছে সোনার দামে
  • সোনার দরও 3.50 শতাংশ হ্রাস পেয়েছে
EiSamay.Com Gold Price
Gold Price: ফাইল ফটো
Gold Price: মার্কিন ফেডারেল রিজার্ভ, ব্যাঙ্ক অব ইংল্যান্ড, ইউরোপিয়ান সেন্ট্রাল ব্যাঙ্ক এবং ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক সাম্প্রতিক সময়ে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের জন্য 125-300 বেসিস পয়েন্ট বাড়িয়েছে। যার সরাসরি প্রভাব পড়েছে সোনার দামে। কারণ, সুদের হার বৃদ্ধি হলে তা সোনার উপরে চাপ ফেলে। ইতিহাসগত ঘটনাপ্রবাহ এমনটাই জানাচ্ছে। তার ফলে দেশীয় ও আন্তর্জাতিক বাজারে সোনার দাম বেশ অনেকদিন ধরেই নিম্নমুখী। ফলে দীপাবলির আগে এই প্রশ্নটাই প্রাসঙ্গিক হয়ে উঠেছে যে, এই সময়ে সোনা কেনা কি ভাল হবে? কারণ, বিশেষজ্ঞদের পূর্বাভাস, আগামী দিনে সুদের হার আরও বাড়াতে কেন্দ্রীয় ব্যাঙ্কগুলি। তেমনটা হলে তা অবধারিতভাবে সোনার দামের উপরে প্রভাব ফেলবে।
গত মাসে মার্কিন ফেড রিজার্ভ মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের জন্য সুদের হার 75 বেসিস পয়েন্ট বাড়িয়েছে। এমনিতে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের পর থেকেই ধারাবাহিকভাবে সুদের হার বাড়িয়ে এসেছে মার্কিন ফেড। এখন সোনার দামের সঙ্গে যেহেতু ডলারের যোগ রয়েছে, তাই ডলারের দামের হেরফের হলে তার প্রভাব সরাসরি সোনার দামের উপরে পড়ে। ডলারের দর বাড়লে সোনার দাম কমে। এই সময়েও তাই হয়েছে। ডলারের শক্তিশালী অবস্থানের ফলে ক্রমশ নিম্নমুখী হয়েছে সোনার দাম।

Rupee Record Low: লক্ষ্মীপুজোর আগে সর্বকালীন রেকর্ড নীচে টাকার দাম, বিপদ লুকিয়ে কোথায়?
টাকার অবমূল্যায়ন কি সোনার দামের উপরে প্রভাব ফেলবে?

তবে আন্তর্জাতিক বাজারে সোনার এবং ডলারের দরের যে সম্পর্ক, সেটা দেশীয় বাজারের ক্ষেত্রে সচরাচর প্রযোজ্য নয়। কারণ, বরাবরই দেখা গিয়েছে যে, ডলারের নিরিখে টাকার দর পড়লে সোনার দাম বাড়ে দেশীয় বাজারে। প্রসঙ্গত, গত 28 সেপ্টেম্বর ডলারের নিরিখে টাকা সর্বনিম্ন স্তরে নামে। টাকার দর ডলার পিছু 81.94 হয়। তবে বিশেষজ্ঞেরা জানাচ্ছেন, ডলার বাদ দিয়েও অন্য মুদ্রার নিরিখে টাকার অবমূল্যায়ন হওয়ায় তার প্রভাব বর্তমানে সোনার দরের উপরে পড়ছে না। তাই ডলারের নিরিখে টাকার দর 2.50 শতাংশ হ্রাস পাওয়ার সঙ্গে সঙ্গে সোনার দরও 3.50 শতাংশ হ্রাস পেয়েছে। তার ফলে সোনার দরে টাকার অবমূল্যায়নের প্রভাব বর্তমানে দেখা যাচ্ছে না।


দীপাবলির আগে সোনার দাম কী হতে পারে?

এ বিষয়ে বিশেষজ্ঞেরা জানাচ্ছেন, অনেক দেশের কেন্দ্রীয় ব্যাঙ্ক সুদের হার বৃদ্ধি করায় তার প্রভাব সোনার দামের উপরে পড়েছে। যার ফলে আগামীদিনে সোনার দাম আরও কমতে পারে। ফলে দীপাবলির আগে নিম্নমুখী সোনার দামের কথা ভেবে বিনিয়োগকারীরা সোনা কিনতে পারেন বলে পরামর্শ দিচ্ছেন তাঁরা। এক বিশেষজ্ঞের কথায়, ‘‘ক্রমবর্ধমান treasury yields এবং ডলারের শক্তিশালী অবস্থানের ফলে সোনার দাম দিওয়ালির আগে আরও কমতে পারে। সে কারণে বিনিয়োগকারীরা সোনার দাম 48,500- 47,900 টাকা নামা পর্যন্ত অপেক্ষা করতে পারেন।
Gautam Adani: একদিনে 2 লাখ কোটি টাকা খোয়ালেন আদানি, মাস্ক! কত হল সম্পত্তির পরিমাণ?
দীপাবলির আগে কি সোনায় বিনিয়োগ করা উচিত হবে?

2022 সালের মার্চ মাসে সোনার (প্রতি 10 গ্রাম) দাম যেখানে ছিল 55,000 টাকা, সেখানে চলতি সপ্তাহে তা এসে দাঁড়িয়েছে 51,000-51,500 টাকা। ফলে বিনিয়োগকারীরা এই নিম্নমুখী সোনার দামের সুবিধা নিতে পারেন। তবে বিশেষজ্ঞদের একাংশের বক্তব্য, যেহেতু ভবিষ্যতে সোনার দাম কমার আরও আশঙ্কা থাকছে, তাই একেবারে অনেক পরিমাণ সোনা কেনাটা বুদ্ধিমানের কাজ হবে না। বরং অল্প অল্প করে সোনা কেনার পরামর্শ দিচ্ছেন তাঁরা। তবে সেটা যেন গ্রাহকের মোট বিনিয়োগের কখনওই 5-10 শতাংশের বেশি না হয়।
লেখকের সম্পর্কে জানুন
কিশোর শীল
"কিশোর শীল ডিজিটাল মিডিয়া ইন্ডাস্ট্রিতে গত চার বছর ধরে দক্ষতার সঙ্গে কাজ করে চলেছেন। নিজের কর্মজীবনের শুরু থেকেই ডিজিটাল মিডিয়া ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত রয়েছেন তিনি। ব্যবসা সংক্রান্ত খবরের উপর ফোকাস রেখে বর্তমানে কিশোর হয়ে উঠেছেন কর্পোরেটের ট্রেন্ডিং খবরের খনিও। পাশাপাশি ভারতীয় রেলের খবরেও বিশেষ দক্ষতা রয়েছে তাঁর। ব্যবসার জগতের খবরের নানা ডেভলপমেন্ট ও আপডেট সম্পর্কে কিশোর হয়ে উঠেছেন বিশেষজ্ঞ। খুব সহজে জটিল বিষয়বস্তুকে পাঠকদের কাছে তুলে ধরার মতো লেখনীর প্রতিভা রয়েছে কিশোরের। গত দেড় বছরে ধরে কিশোর ব্যবসায়িক বিভাগে লেখা এবং সম্পাদনার কাজ করছেন। মার্কেটিং থেকে শুরু করে ফাইন্যান্স, লিডারশিপ থেকে শুরু করে উদ্যোক্তা- বিস্তৃত ক্ষেত্রেই তাঁর কাজ ব্যাপকভাবে প্রশংসিত হয়েছে। লেখার সময় বাদে, কিশোরের দুটি হবিও রয়েছে। নানা ধরনের বই পড়তে ভালোবাসেন কিশোর। বিশেষ করে ব্যবসা সংক্রান্ত- নন ফিকশন বইয়ের পাঠক সে। একইসঙ্গে দাবার চ্যালেঞ্জ তাঁকে উৎসাহিতও করে। কোনও কিছু শিখতে যে কিশোর খুবই ভালোবাসে, তা বলাই বাহুল্য। শেখার প্রতি কিশোরের আগ্রহ তাঁর কাজের ফলাফলেই স্পষ্ট। পাঠকদের সবচেয়ে আপডেট খবর, দ্রুত পৌঁছে দেওয়ার জন্য কিশোর সর্বদাই তৈরি।"... আরও পড়ুন

পরের খবর