অ্যাপশহর

বিজলি বাতির আবিষ্কারক এডিসনের কোম্পানিই বন্ধ করে দিল বাল্ব তৈরি

এডিসনের প্রসঙ্গ এল, কারণ, ১৩০ বছরের পুরনো GE এবার তাদের বাল্ব ব্যবসাই পাকাপাকি ভাবে গুটিয়ে ফেলছে। যে বাল্ব উত্‍‌পাদনের জন্যই জন্ম হয়েছিল জেনারেল ইলেক্ট্রিকের।

EiSamay.Com 12 Apr 2017, 8:02 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: দুনিয়াকে প্রথম বিজলি বাতির আলো তো তিনিই দেখিয়েছিলেন। এমন একটি বাল্ব বানিয়েছিলেন, যা ভাস্বর আলো দেবে, অথচ নিজে জ্বলেপুড়ে বিলীন হবে না।
EiSamay.Com general electric wants out of the lightbulb business
বিজলি বাতির আবিষ্কারক এডিসনের কোম্পানিই বন্ধ করে দিল বাল্ব তৈরি


সেই অশাতীত সাফল্যই থমাস এডিসনকে ব্যবসার দিকে টেনে নিয়ে যায়। গড়ে ওঠে জেনারেল ইলেক্ট্রিক, যা বাণিজ্যিক মহলে GE নামেই সমধিক পরিচিত। তিনিই ছিলেন ওই কোম্পানির কো-ফাউন্ডার। এসবই বহুদিন আগের কথা। থমাস এডিসনকেও আজ নতুন করে পরিচয় করানোর প্রয়োজন আছে বলে মনে হয় না।

তবুও থমাস এডিসনের প্রসঙ্গ এল, কারণ, ১৩০ বছরের পুরনো GE এবার তাদের বাল্ব ব্যবসাই পাকাপাকি ভাবে গুটিয়ে ফেলছে। যে বাল্ব উত্‍‌পাদনের জন্যই জন্ম হয়েছিল জেনারেল ইলেক্ট্রিকের।

গতবছরও লাইট বেচে ২.২ বিলিয়ন মার্কিন ডলার ঘরে তোলে GE। যা কোম্পানির মোট লভ্যাংশের মাত্র ২ শতাংশ। সে কারণেই তড়িঘড়ি লাইট ব্যবসা গুটিয়ে ফেলার সিদ্ধান্ত কি না, তা অবশ্য জানা যায়নি।

পরের খবর

Businessসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল