অ্যাপশহর

দেশে বাড়তে পারে GDP, বলছে রিপোর্ট

চলতি বছরের অর্থবর্ষে ভারতের অক্টোবর-ডিসেম্বর মাসে জাতীয় উৎপাদনের হার বেড়ে হতে পারে 5.8 শতাংশ। শুক্রবার SBI রিসার্চের তরফে এই রিপোর্ট দেওয়া হয়েছে। এই অর্থবর্ষে দ্বিতীয় ত্রৈমাসিকে 8.4 শতাংশ হারে বেড়েছে দেশের অর্থনীতি।

Ei Samay 19 Feb 2022, 6:24 pm

হাইলাইটস

  • চলতি অর্থবর্ষের অক্টোবর-ডিসেম্বর ত্রৈমাসিকে ভারতের মোট GDP'রহার বেড়ে 5.8 শতাংশ হতে পারে।
  • করোনা পূর্ববর্তী সময়কে ছাপিয়ে 2021-2022 অর্থবর্ষের দ্বিতীয় ত্রৈমাসিকে দেশের অর্থনীতি 8.4 শতাংশ বেড়েছে।
  • পুরো অর্থবর্ষের বৃদ্ধির হারের অনুমান আগের 9.3 শতাংশ থেকে এখন কমিয়ে 8.8 শতাংশ করা হয়েছে।
EiSamay.Com GDP
প্রতীকী ছবি
এই সময়: চলতি অর্থবর্ষের অক্টোবর-ডিসেম্বর ত্রৈমাসিকে ভারতের মোট জাতীয় উৎপাদন (GDP) হার বেড়ে 5.8 শতাংশ হতে পারে। শুক্রবার তাদের ইকোর‍্যাপ রিপোর্টে জানিয়েছে SBI রিসার্চ। করোনা পূর্ববর্তী সময়কে ছাপিয়ে 2021-2022 অর্থবর্ষের দ্বিতীয় ত্রৈমাসিকে (জুলাই-সেপ্টেম্বর) দেশের অর্থনীতি 8.4 শতাংশ বেড়েছে। যদিও তা এপ্রিল-জুলাই ত্রৈমাসিকের 20.1 শতাংশের তুলনায় অনেকটাই কম।
28 ফেব্রুয়ারি অক্টোবর-ডিসেম্বর ত্রৈমাসিকে তাদের জিডিপি অনুমান প্রকাশ করবে কেন্দ্রীয় পরিসংখ্যান দপ্তর। ইকোর‍্যাপ রিপোর্ট অনুযায়ী, এসবিআই-এর নাওকাস্টিং মডেল ধরে চললে চলতি অর্থবর্ষের তৃতীয় ত্রৈমাসিকে দেশের জাতীয় উৎপাদন হার অন্যান্য ত্রৈমাসিকের তুলনায় কমে 5.8 শতাংশ হবে। পুরো অর্থবর্ষের বৃদ্ধির হারের অনুমান আগের 9.3 শতাংশ থেকে এখন কমিয়ে 8.8 শতাংশ করা হয়েছে।

নাওকাস্টিক মডেল কী? দেশের শিল্প সংস্থাগুলির কার্যকলাপ, পরিষেবা ক্ষেত্রের কার্যকলাপ এবং বিশ্ব অর্থনীতির সঙ্গে যুক্ত 41টি দ্রুত পরিবর্তনশীল সূচক বা মাপকাঠির নিরিখে এই মডেল তৈরি করা হয়েছে।

দেশের গ্রামাঞ্চলগুলিতে কেমন চাহিদা বেড়েছে তার ইঙ্গিত দু'চাকা এবং ট্র্যাক্টর বিক্রি থেকে পাওয়া যায়। কিন্তু, এই দুই পণ্যের বিক্রি 2021 সালের অগস্ট থেকে ক্রমশ কমেই চলেছে। অন্যদিকে, শহরাঞ্চলের চাহিদা নিরূপণ করে যে সূচক, সেই ক্রেতা ভোগ্যপণ্য এবং যাত্রিবাহী গাড়ির বিক্রিও অক্টোবর-ডিসেম্বর ত্রৈমাসিকে সঙ্কোচন দেখেছে। ওমিক্রন ভ্যারিয়ান্টের কারণে ঘরোয়া উড়ান অনেকটাই কমে গিয়েছে। তবে, এর মধ্যেও বিনিয়োগ করার মানসিকতা দেখা যাচ্ছে এবং বিভিন্ন পণ্য রপ্তানি উল্লেখযোগ্য বেড়েছে, রিপোর্টে জানিয়েছে এসবিআই রিসার্চ।

হাওড়া থেকে ছুটবে বন্দে ভারত ট্রেন! রেলের পরিকল্পনায় খুশি পর্যটকেরা
জাতীয় উৎপাদন হার কমে যাওয়া ঠেকাতে গেলে কেন্দ্রের মানানসই নীতি দ্রুত বাস্তবায়নের প্রয়োজনীয়তার কথা বলা হয়েছে ইকোর‍্যাপে। অর্থনীতিতে দেরিতে নগদের জোগান আসতে পারে বলেই মনে করছে এসবিআই রিসার্চ। আর সে কারণে, সরকারি ঋণপত্রে রিটার্নের পরিমাণ বর্তমান 6.77 শতাংশ থেকে কমে 6.55 শতাংশের কাছাকাছি থাকতে পারে, জানিয়েছে এসবিআই রিসার্চ।

Richest Man In World : এলন মাস্ককে পিছনে ফেলে মাত্র সাত মিনিটেই ধনীতম এই ইউটিবার! কী ভাবে জানেন?
দেশের গ্রামাঞ্চলে বাস করে এমন দরিদ্র পরিবারগুলিকে তাদের দৈনন্দিন জীবন ও জীবিকা চালিয়ে যাওয়ায় সুবিধা করে দিতে কেন্দ্রকে 50 হাজার টাকা পর্যন্ত 'লাইভলিহুড লোন' দেওয়ার পরামর্শ দিয়েছে গবেষণা সংস্থাটি।

পরের খবর