অ্যাপশহর

শুধু কেবিন লাগেজ সঙ্গে? এবার ঝটপট চেক ইন হবে এয়ারপোর্টে!

দিল্লি বিমানবন্দরের এই পরিকল্পনা সফল হলে, কলকাতা, মুম্বই, হায়দরাবাদ, বেঙ্গালুরুর মতো বিমানবন্দরগুলিতেও একই পদ্ধতি দেখা যেতে পারে।

Times Now 17 Aug 2019, 6:15 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: হাতে শুধু হ্যান্ডব্যাগ? বিমানবন্দরে চেক ইন করছেন? তবে আপনাদের জন্য রয়েছে সুখবর। কারণ, অন্তর্দেশীয় উড়ানের ক্ষেত্রে এবার নয়া সুযোগ করে দিচ্ছে দিল্লি বিমানবন্দর। বিশেষ এক্সপ্রেস লাইনের মাধ্যমে সহজেই সোজা বোর্ডিং এলাকা পর্যন্ত পৌঁছে যেতে পারবেন যাত্রীরা। এরমাধ্যমে বিমানবন্দরের ভিড় কমানো সম্ভব হবে বলে আশা।
EiSamay.Com Check In
প্রতীকী ছবি


এক টুইটে দিল্লি বিমানবন্দর জানিয়েছে, 'ইন্দিরা গান্ধী বিমানবন্দরের টার্মিন্যাল টু থেকে যাত্রা এবার আরও মসৃণ। চেক ইন ব্যাগেজ ছাড়া যদি যাত্রা করছেন, তাহলে সেল্ফ চেক কিয়স্ক থেকে বোর্ডিং পাস প্রিন্ট করে নিন এবং সোজা এক্সপ্রেস চেক ইন করিডর ধরে বোর্ডিং কাউন্টার পর্যন্ত চলে আসুন। আপনার সিকিউরিটি চেকিংও হয়ে যাবে।'

শুক্রবার দিল্লি বিমানবন্দরের তরফে জানানো হয়েছে, CISF-এর সঙ্গে যৌথ উদ্য়োগে এই বিশেষ এক্সপ্রেস লাইন তৈরি করা হয়েছে। আপাতত টার্মিন্যাল ২-এ এই উদ্যোগ থাকলেও, ধীরে ধীরে বাকি দুই টার্মিন্যালেও তা করা হবে।

প্রসঙ্গত, দিল্লি বিমানবন্দরের এই পরিকল্পনা সফল হলে, কলকাতা, মুম্বই, হায়দরাবাদ, বেঙ্গালুরুর মতো বিমানবন্দরগুলিতেও একই পদ্ধতি দেখা যেতে পারে।

পরের খবর

Businessসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল