অ্যাপশহর

প্যাকেট চা ব্যবসা পুনর্গঠন এভারেডির

প্যাকেট জাত চা-এর ব্যবসায় আরও বেশি নজর দিতে তা পুনর্গঠনের পরিকল্পনা নিয়েছে কলকাতার এভারেডি ইন্ডাস্ট্রিজ লিমিটেড৷

EiSamay.Com 21 Feb 2017, 2:20 pm
এই সময়: প্যাকেট জাত চা-এর ব্যবসায় আরও বেশি নজর দিতে তা পুনর্গঠনের পরিকল্পনা নিয়েছে কলকাতার এভারেডি ইন্ডাস্ট্রিজ লিমিটেড৷ সোমবার এই পরিকল্পনায় অনুমোদন দিয়েছে সংস্থার পরিচালন পর্ষদ৷ সংস্থার পরিচালন পর্ষদের বৈঠকে এই পরিকল্পনা বাস্তবায়িত করা এবং তার জন্য যোগ্য ব্যবস্থা নেওয়া সম্মতি দেওয়া হয়েছে৷এ প্রসঙ্গে সংস্থার এক আধিকারিক বলেন, ‘প্যাকেট জাত চা আমাদের ব্যবসার অন্যতম চালিকা শক্তি৷ আমরা চা ব্যবসা ঢেলে সাজানোর কাজ শুরু করে দিয়েছি৷ সংস্থার অভ্যন্তরীণ গবেষণা বিভাগ বিষয়টি নিয়ে দীর্ঘদিন ধরেই কাজ করে চলেছে৷’ উল্লেখ্য, এভারেডির মোট আয়ের মাত্র ৮০ কোটি টাকা প্যাকেট জাত চায়ের ব্যবসা থেকে আসে৷
EiSamay.Com evaready company reconstruction their buisness on tea sector
প্যাকেট চা ব্যবসা পুনর্গঠন এভারেডির


চা ব্যবসা ঢেলে সাজানোর বিষয়টি খতিয়ে দেখার পাশাপাশি সামগ্রিক পরিস্থিতির মূল্যায়ন এবং বিকল্প ব্যবস্থার খোঁজ করার দায়িত্ব ম্যানেজিং ডিরেক্টর অমৃতাংশু খৈতানের উপর সঁপেছে এভারেডির পরিচালন পর্ষদ৷এ প্রসঙ্গে অমৃতাংশু খৈতান বলেন, ‘বর্তমানে এভারেডি ইন্ডাস্ট্রিজের অধীনেই প্যাকেট জাত চা ব্যবসা রয়েছে৷ এভারেডি প্রিমিয়াম গোল্ড, এভারেডি তেজ প্রিমিয়াম, এভারেডি তেজ রেড এবং এভারেডি জাগো-ব্র্যান্ডে প্যাকেট জাত চা বিক্রি করা হয়৷ ব্যাটারি, ফ্ল্যাশলাইট, লাইটিং পণ্য এবং হোম অ্যাপ্লায়েন্সেস-এর সঙ্গে একই ছাতার তলায় চা ব্যবসা থাকায় তার উপর যতটা নজর দেওয়া উচিত, ঠিক ততটা নজর দেওয়া যাচ্ছে না৷ প্যাকেট চা ব্যবসার উপর বিশেষ জোর দিতে একটি স্পেশ্যাল পারপস ভেহিকল তৈরি করা বা সম্পূর্ণ সহযোগী শাখা সংস্থায় তা স্থানান্তর করার পরিকল্পনা রয়েছে৷’

চা ব্যবসায় প্রাইভেট ইকুইটি সংস্থা বা অন্য লগ্নিকারী টানাই আমাদের লক্ষ্য, যাতে এই ব্যবসায় বৃদ্ধির আরও বেশি সম্ভাবনা তৈরি হয়, তিনি জানান৷ প্যাকেট জাত চায়ের ব্যবসা এভারেডি গোষ্ঠীর চা উত্পাদনকারী সংস্থা ম্যাকলয়েড রাসেল ইন্ডিয়ায় স্থানান্তর করা হবে কিনা প্রশ্ন করা হলে খৈতান বলেন, ‘এ বিষয়ে আমি কোনও মন্তব্য করতে চাই না৷ বিষয়টি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি৷’সংস্থা সূত্রে খবর, প্যাকেট জাত চা ব্যবসা চা উত্পাদনকারী সংস্থাতেই স্থানান্তর করা হতে পারে৷ তবে, এভারেডি ব্র্যান্ডেই প্যাকেট জাত চা বিক্রি করা হবে৷পৃথক সংস্থা গঠন করা হলে বা শাখা সংস্থায় চা ব্যবসা স্থানান্তর করলেও তা বিক্রির জন্য এভারেডির ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক ব্যবহার করা হবে বলে এ দিন খৈতান জানিয়েছেন৷ উল্লেখ্য, গোটা দেশে এভারেডির ৪,০০০-এর বেশি ডিস্ট্রিবিউটর রয়েছে৷

পরের খবর

Businessসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল