অ্যাপশহর

পিএফের সুদের টাকা দেওয়ার প্রক্রিয়া শুরু

ইপিএফের সুদের টাকা কর্মীসদস্যদের অ্যাকাউন্টে ক্রেডিট শুরু হয়ে গিয়েছে। এমনই জানিয়েছে কেন্দ্র।

Ei Samay 6 Jan 2021, 11:28 pm
এই সময়: দেশের ছ'কোটি কর্মীসদস্যের প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টে ২০১৯-২০ অর্থবর্ষের সুদের টাকা পাঠানোর প্রক্রিয়া অবশেষে শুরু হল। সোমবার সমস্ত আঞ্চলিক প্রভিডেন্ট ফান্ড (পিএফ) কমিশনার এবং অফিসার্স-ইন-চার্জদের কাছে নয়াদিল্লিতে এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশনের (ইপিএফও) সদর দপ্তর থেকে এই মর্মে একটি নির্দেশিকা পাঠানো হয়েছে। ওই নির্দেশিকায় (নং-আইএনভি-আইএনভি-১১/১/২০২০-আইএনভি/২০২৫) দেশের আঞ্চলিক পিএফ অফিসগুলিকে ১৯৫২ সালের ইপিএফ প্রকল্পের ৬০ নম্বর অনুচ্ছেদে বর্ণিত নিয়ম অনুযায়ী ২০১৯-২০ অর্থবর্ষের জন্য ৮.৫ শতাংশ হারে সুদ পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। সেই মতো সংশ্লিষ্ট বিভাগ এবং শাখাগুলিকে ওই টাকা পাঠানোর ব্যবস্থা নেওয়ার কথা জানাতেও বলা হয়েছে আঞ্চলিক দপ্তরগুলিকে।
EiSamay.Com pf 1


এ প্রসঙ্গে কেন্দ্রীয় শ্রম এবং রোজগার মন্ত্রকের গত ৩১ ডিসেম্বর পাঠানো চিঠির কথাও উল্লেখ করা হয়েছে (নং-আর-১১০১৮/১/২০১৭-এসএস-২)।

এ প্রসঙ্গে রাজ্যে ইপিএফও-র এক পদস্থ কর্তা বলেন, 'নির্দেশিকা পাওয়ার পর ইপিএফের সুদের টাকা পাঠানোর পূর্ববর্তী প্রক্রিয়া শুরু করা হয়েছে। আগামী এক-দু'দিনের মধ্যে সুদের টাকা পাঠানোর কাজ শুরু হয়ে যাবে। এ সপ্তাহের শেষেই মোট কর্মীসদস্যের মধ্যে কিছু ব্যক্তির অ্যাকাউন্টে সুদের টাকা ঢুকে যাবে। আগামী সপ্তাহের মধ্যে দেশের সমস্ত কর্মীসদস্যের অ্যাকাউন্টেই সুদের টাকা পাঠানো হয়ে যাবে বলেই আশা করা হচ্ছে।' শীঘ্রই এ বিষয়ে সেন্ট্রাল প্রভিডেন্ট ফান্ড কমিশনারের দপ্তর থেকে একটি প্রেস বিজ্ঞপ্তি জারি করা হবে বলে তিনি জানান।

প্রবীণদের জন্য স্বস্তি, এই ৩ স্পেশ্যাল FD প্রকল্পে ৩১ মার্চ পর্যন্ত মিলবে অতিরিক্ত সুদ!
গত মার্চের পরেই ইপিএফের সুদের টাকা কর্মীসদস্যদের অ্যাকাউন্টে ঢোকার কথা থাকলেও করোনাভাইরাস সংক্রমণ এবং তার পরবর্তী পরিস্থিতিতে সুদের হার নির্ধারণ এবং তাতে কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের সায় পেতে অনেকটা সময় নিয়ে নেয়। প্রথমে দু'দফায় যথাক্রমে ৮.১৫ শতাংশ ও ০.৩৫ শতাংশ সুদের টাকা দেওয়ার কথা বলা হলেও পরে একবারেই পুরো টাকা গ্রাহকদের অ্যাকাউন্টে দেওয়ার সিদ্ধান্ত নেয় কেন্দ্রীয় শ্রম মন্ত্রক।

এই সময় ডিজিটাল এখন টেলিগ্রামেও। সাবস্ক্রাইব করুন, থাকুন সবসময় আপডেটেড। জাস্ট এখানে ক্লিক করুন

পরের খবর

Businessসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল