অ্যাপশহর

সস্তা হচ্ছে ডিম-চিকেন! বড় পদক্ষেপ নিল মোদী সরকার

এবার সাধারণ মানুষের জন্য বড় পদক্ষেপ নিল কেন্দ্র সরকার। সকলকে স্বস্তি দিয়ে সস্তা হতে চলেছে ডিম ও মুরগির মাংসের দাম। বাজারে কালোবাজারি রুখতে কী পদক্ষেপ নিল কেন্দ্র, তা দেখে নেওয়া যাক

EiSamay.Com 29 Dec 2021, 4:52 pm

হাইলাইটস

  • দাম থেকে স্বস্তি পেতে পারে সাধারণ মানুষ
  • ডিম ও মুরগির দাম সাধারণ মানুষের নিয়ন্ত্রণেই থাকবে
  • এই পদক্ষেপে কালো বাজারি রোধ করতে সাহায্য করবে
EiSamay.Com Egg Chicken
ফাইল ফটো
এই সময় ডিজিটাল ডেস্ক: দেশজুড়ে ডিম-মুরগির দাম ক্রমেই বাড়ছে। এবার সেই দাম থেকে স্বস্তি পেতে পারে সাধারণ মানুষ। 2022 সালের জুন পর্যন্ত সোয়াখালি মজুতের উপর সীমা বেঁধে দিয়েছে কেন্দ্র। যার সরাসরি অর্থ হল, কোনও ব্যবসায়ী এখন থেকে জুন মাস পর্যন্ত নির্ধারিত পরিমাপের চেয়ে বেশি স্টক রাখতে পারবে না।
কেন্দ্র মনে করছে, এই মজুতের পরিমাণ বেঁধে দেওয়ার ফলে ডিম ও মুরগির দাম সাধারণ মানুষের নিয়ন্ত্রণেই থাকবে। পোল্ট্রি ফিড খাতে, ব্যবহৃত সয়া কেকের মজুত ও দাম বৃদ্ধি ঠেকাতেই এই পদক্ষেপ নিয়েছে কেন্দ্র।

কেন্দ্র সরকারের তরফে জানানো হয়েছে মজুতের উপর এই সীমাবদ্ধতা 30 জুন, 2022 পর্যন্ত বলবৎ থাকবে। গত 23 ডিসেম্বর থেকে এই বিষয়ে নির্দেশ দেওয়া হয়েছে।

তুলসীতেই 'লক্ষ্মীলাভ'! 3 মাসে আয় হবে 3 লাখ
90 দিনের জন্য স্টক রাখা যাবে

কেন্দ্র জানিয়েছে, নতুন নিয়মে 2022-এর জুন পর্যন্ত সয়াখালি প্রসেসর, মিল মালিক এবং প্ল্যান্ট মালিকরা 90 দিনের উত্পাদন স্টক করতে পারেন। পাশাপাশি তাঁদের স্টোরেজ স্পেসও জানিয়ে দিতে হবে মালিককে।

বেশি পরিমাণে সংগ্রহে থাকলে জানাতে হবে

জানানো হয়েছে, সরকারি রেজিস্ট্রকৃত কোম্পানি, ব্যবসায়ী এবং ব্যক্তিগত চৌপাল ঘোষিত স্টোরেজ স্পেস সহ সর্বাধিক 160 টন সামগ্রী মজুদ রাখতে পারে। যদি কোনও ব্যক্তি এই পরিমাণের সীমা অতিক্রম করে তবে তা খাদ্য মন্ত্রকের পোর্টাল http://evegoils.nic.in/soya_meal_stock/login-এ অবশ্যই জানাতে হবে।


তথ্য যাচাই করা হবে

নোটিশে সাফ জানানো হয়েছে, পোর্টালে তথ্য আপডেট করলে তা নিশ্চিত করে তবেই এই আপলোড করা উচিত। পোর্টালে দেওয়া তথ্যগুলি নিয়মিত পরীক্ষা করা হবে বলে জানানো হয়েছে। কেন্দ্রের তরফে আশা করা হয়েছে, এই পদক্ষেপের ফলে মজুদ, কালো বাজারি ইত্যাদি রোধ করা সম্ভব হবে।

বাজারে বাড়বে জিনিসের পরিমাণ

অত্যাবশ্যকীয় পণ্যের তালিকায় সয়ামিল আসায় কেন্দ্র সমস্ত রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে সয়ামিলের উত্পাদন এবং তা বিতরণ নিয়ন্ত্রণ করার ক্ষমতা দেবে কেন্দ্র।

Post Office-এ দুর্দান্ত সুযোগ! সামান্য বিনিয়োগে মিলবে মোটা রিটার্ন
বিবৃতিতে বলা হয়েছে, এই পদক্ষেপে কালো বাজারি রোধ করতে সাহায্য করবে। যা প্রকৃতপক্ষে পোল্ট্রি ফার্ম এবং পশুখাদ্য প্রস্তুতকারকদের মতো উপভোক্তাদের পণ্যের প্রাপ্যতা বাড়াতে সহায়তা করবে।

উল্লেখ্য দেশজুড়ে মুরগির মাংস ও ডিমের দাম রয়েছে চড়া। ফলে পকেটে কোপ পড়ছে সাধারণ মানুষের। এই দুই পণ্যের দাম সস্তা হলে যে, তা সাধারণ মানুষের জন্য লাভদায়ক হবে, তা বলাই বাহুল্য।

20-র বেশি সেক্টর থেকে তথ্য সমৃদ্ধ, দুরন্ত বিশ্লেষণ Economic Times-এর। ক্লিক করুন

পরের খবর

Businessসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল