অ্যাপশহর

#NoteBan-এর জের, লাফিয়ে বাড়ল আয়কর রিটার্ন ফাইল

শুধু আয়কর রিটার্ন ফাইলই নয়, প্রত্যক্ষ কর সংগ্রহও বেড়েছে নোটবন্দির জেরে।

Ei Samay 7 Aug 2017, 10:50 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: নোট বন্দির জেরে আয়কর রিটার্ন ফাইল বেড়ে গিয়েছে এক লাফে ২৫ শতাংশ। আয়কর বিভাগ জানিয়েছে, ২০১৬-১৭ আর্থিক বছরে আয়কর রিটার্ন ফাইল ২৫ শতাংশ বেড়ে হয়েছে ২.৮২ কোটি টাকা। এই বৃদ্ধির জন্য নোটবন্দির সিদ্ধান্তকেই ধন্যবাদ দিচ্ছে আয়কর বিভাগ।
EiSamay.Com demonetisation effect itr filings for 2016 17 grow 25 to 2 82 crore
#NoteBan-এর জের, লাফিয়ে বাড়ল আয়কর রিটার্ন ফাইল


৫ অগাস্ট পর্যন্ত যতটা আয়কর রিটার্ন জমা পড়েছে তাতে দেখা যাচ্ছে গত আর্থিক বছরের তুলনায় ২৫.৩ শতাংশ বেড়ে হয়েছে ২.৭৯ কোটি টাকা। গত আর্থিক বছরে ওই একই সময়ে আয়কর রিটার্ন ফাইলের পরিমাণ ছিল ২.২২ কোটি টাকা। আয়কর বিভাগের তরফে একটি বিবৃতিতে জানানো হয়েছে, নোটবন্দি ও কালো টাকার বিরুদ্ধে অভিযানের জেরেই ট্যাক্স রিটার্ন ফাইল বেড়েছে।

শুধু আয়কর রিটার্ন ফাইলই নয়, প্রত্যক্ষ কর সংগ্রহও বেড়েছে নোটবন্দির জেরে। আয়কর বিভাগ জানাচ্ছে, ৫ অগাস্ট পর্যন্ত ব্যক্তিগত আয়কর সংগ্রহের পরিমাণ ৪১.৭৯ শতাংশের উপর বেড়েছে।

খবরটি ইংরেজিতে পড়ুন

পরের খবর

Businessসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল