অ্যাপশহর

ডিফেন্স ক্যান্টিনের 'সস্তা' জিনিস এবার কিনুন অনলাইনে

CSD-র জেনারেল ম্যানেজার এয়ার ভাইস-মার্শাল এম বালাদিত্য জানিয়েছেন, এই দিওয়ালিতেই নতুন পরিকল্পনা রূপায়ণের লক্ষ্য নিয়ে তাঁরা এগোচ্ছেন>।

EiSamay.Com 16 Aug 2017, 8:50 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: ভারতের 'শীর্ষ রিটেলার' হিসেবে পরিচিত 'ক্যান্টিন স্টোর ডিপার্টমেন্ট' (CSD) থেকে এবার অনলাইনেই কেনাকাটা করা যাবে। 'ক্যান্টিন স্টোর ডিপার্টমেন্ট' পরিচিত 'ডিফেন্স ক্যান্টিন' নামেই। আর্মি, নেভি ও এয়ারফোর্সে কর্মরত সেনা-অফিসাররা বিশাল ছাড়ে এখান থেকেই দৈনন্দিন নানা সামগ্রী কেনাকাটা করেন।
EiSamay.Com defence canteen indias top retailer to go online
ডিফেন্স ক্যান্টিনের 'সস্তা' জিনিস এবার কিনুন অনলাইনে


'ক্যান্টিন স্টোর ডিপার্টমেন্ট' সূত্রে জানানো হয়েছে, তাদের দেড় কোটি গ্রাহকের কাছে অত্যাধুনিক 'ফাস্ট-মুভিং কনজিউমার গুডস' (FMCG) পৌঁছে দিতে রিটেল ক্যান্টিনের সংখ্যা বাড়ানো হচ্ছে। একই সঙ্গে অনলাইনেও আসছে তারা। CSD-র নিজস্ব ওয়েবসাইট থেকে বিভিন্ন নামী ব্র্যান্ডের পণ্য কেনা যাবে।

CSD-র জেনারেল ম্যানেজার এবং বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেশনের চেয়ারম্যান এয়ার ভাইস-মার্শাল এম বালাদিত্য জানিয়েছেন, এই দিওয়ালিতেই নতুন পরিকল্পনা রূপায়ণের লক্ষ্য নিয়ে তাঁরা এগোচ্ছেন।

#CSD- which supplies goods at concessional rates to the Army, Navy and Air Force personnel - is undergoing a makeover

#It is the country’s largest retail network, which had a turnover of Rs 17,000 crore in fiscal year 2016-17

#The authorities want the entire range of white goods brands available online on the CSD website

পরের খবর

Businessসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল