অ্যাপশহর

টা টা নয়, ইস্তফা দিয়েও রণংদেহী মিস্ত্রি

টাটা সন্স-এর বিবৃতিতে বলা হয়েছে, কর্পোরেট গভর্ন্যান্স-এর সর্বোচ্চ মান রক্ষা করে টাটা সন্স। তা সত্ত্বেও সাইরাস মিস্ত্রির পদক্ষেপ খুবই দুর্ভাগ্যজনক।

EiSamay.Com 20 Dec 2016, 8:36 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: টাটা সন্স-এর বিরুদ্ধে মামলা দায়ের করলেন সংস্থার বিতাড়িত চেয়ারম্যান সাইরাস মিস্ত্রি। মঙ্গলবারই সাইরাসের মামলার নোটিশ পৌঁছেছে টাটা সন্স-এর কাছে। সংস্থার তরফে প্রেস বিবৃতিতে জানানো হয়েছে, ন্যাশনাল কোম্পানি ল'ট্রাইবুনালে কোম্পানি আইন ২৪১ ও ২৪২ ধারায় মামলা দায়ের করেছেন সাইরাস। টাটা সন্স জানিয়ে দিয়েছে, এই মামলা তারা লড়বে।
EiSamay.Com cyrus mistry rules out truce with ratan tata says i will fight for governance reforms
টা টা নয়, ইস্তফা দিয়েও রণংদেহী মিস্ত্রি


চেয়ারম্যান পদ থেকে অপসারণের পর থেকে টাটা সন্স ও সংস্থার বর্তমান চেয়ারম্যান রতন টাটার বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন সাইরাস মিস্ত্রি। একের পর এক সংস্থার ডিরেক্টরের পদ থেকে অপসারণের পর সোমবার টাটা গোষ্ঠীর সব পদে ইস্তফা দিয়ে সংস্থার সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছেন তিনি। ঠিক পরের দিনই ন্যাশনাল কোম্পানি ল' ট্রাইবুনালে মামলা দায়ের করলেন সাইরাস।

টাটা সন্স-এর বিবৃতিতে বলা হয়েছে, কর্পোরেট গভর্ন্যান্স-এর সর্বোচ্চ মান রক্ষা করে টাটা সন্স। তা সত্ত্বেও সাইরাস মিস্ত্রির পদক্ষেপ খুবই দুর্ভাগ্যজনক। এই ঘটনা ঐতিহাসিক টাটা গোষ্ঠী ও জামশেদজি টাটা-র প্রতি অসম্মান দেখানো হচ্ছে। সাইরাস মিস্ত্রি টাটা সন্স-এ দীর্ঘ চার বছর চেয়ারম্যান পদে ছিলেন, ২০০৬ সাল থেকে ডিরেক্টর ছিলেন। তারপরেও যে সব অভিযোগ তিনি করছেন, তা বিস্ময়কর।

#Tata Sons Limited was served with a Petition under Sections 241 and 242 of the Companies Act before the National Company Law Tribunal. We understand that the Petition has been filed by investment companies of Mr. Cyrus Mistry.

পরের খবর

Businessসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল