অ্যাপশহর

ভুল লগ্নি করে খরচ বাড়িয়েছেন রতন টাটা, ফের বিস্ফোরক সাইরাস

ন্যানো প্রকল্প 'ফ্লপ প্রজেক্ট' ছিল বলে আগেই তোপ দেগেছেন।

EiSamay.Com 15 Nov 2016, 6:10 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: ন্যানো প্রকল্প 'ফ্লপ প্রজেক্ট' ছিল বলে আগেই তোপ দেগেছেন। এবার রতন টাটার বিরুদ্ধে অলাভজনক লগ্নি করে সংস্থাকে ভুল পথে চালিত করার অভিযোগ তুললেন টাটা সন্স-এর প্রাক্তন চেয়ারম্যান সাইরাস মিস্ত্রি। সাইরাসের বিস্ফোরক অভিযোগ, রতন টাটা একের পর এক ভুল ও অলাভজনক লগ্নি করতে বাধ্য করেছে দিনের পর দিন। ফলে সংস্থার খরচ বেড়েছে।
EiSamay.Com cyrus mistry hits back saying ratan tata made questionable investment decisions
ভুল লগ্নি করে খরচ বাড়িয়েছেন রতন টাটা, ফের বিস্ফোরক সাইরাস


আরও পড়ুন: বাড়ি ব্যবসায় ৩০০০ কোটি টাকার লগ্নি টাটা হাউসিং-এর
আরও পড়ুন: টাটার রক্ষীদের হাতে প্রহৃত সাংবাদিকরা

৯ পাতার বিস্ফোরক চিঠিতে রতন টাটার বিরুদ্ধে সাইরাসের অভিযোগ, অলাভজনক লগ্নি করে স্রেফ সংস্থার খরচ বাড়িয়েছেন রতন টাটা। প্রত্যেকটি লগ্নিই অসফল হয়েছে। মিস্ত্রির বিবৃতিতে জানানো হয়েছে, টাটা সন্স-এর কয়েকটি লগ্নি নিয়ে প্রশ্ন ওঠেই। যেমন, নাগার্জুনা রিফাইনারিজ (৪০০ কোটি টাকা), ASOL JV, Piaggio Aero। এই লগ্নিগুলি থেকে টাটা সন্স-এর লাভ তো হইনি, দিনের পর দিন লোকসানই চলছে।

আরও পড়ুন: বাড়ি ব্যবসায় ৩০০০ কোটি টাকার লগ্নি টাটা হাউসিং-এর
আরও পড়ুন: টাটার রক্ষীদের হাতে প্রহৃত সাংবাদিকরা

তাঁর আরও অভিযোগ, রতন টাটা চেয়ারম্যান এমিরেটাস হওয়া সত্ত্বেও তাঁর অফিস খরচ পুরোটাই বহন করতে হত টাটা সন্স-কে। ২০১৫ সালেই খরচের অঙ্কটি ছিল ৩০ কোটি টাকা। এর মধ্যে বেশির ভাগটাই খরচ হত কর্পোরেট জেট প্লেনে। এছাড়াও বৈষ্ণবী কমিউনিকেশন-এর পাবলিক রিলেশন বাবদ নীরা রাডিয়াকে দিতে হত প্রতি বছর ৪০ কোটি টাকা।

পরের খবর

Businessসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল