অ্যাপশহর

Black Fungus-সহ COVID ওষুধে কর ছাড়! বড় ঘোষণা GST কাউন্সিলের

কোভিড চিকিৎসায় ব্যবহৃত ওষুধের উপর জিএসটি তুলে নেওয়ার আর্জি জানিয়ে গত মাসের গোড়ায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

EiSamay.Com 12 Jun 2021, 6:03 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: জিএসটি কাউন্সিলে পাঠানো মন্ত্রীগোষ্ঠীর সুপারিশে সাড়া মিলল। ব্ল্যাক ফাঙ্গাস সহ জরুরি কোভিড প্রয়োজনীয় সামগ্রীতে কর ছাড়ের সিদ্ধান্ত নিয়েছে জিএসটি কাউন্সিল। এদিনের বৈঠকে এমনটাই ঘোষণা করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ।
EiSamay.Com nirmala sitharaman
ফাইস ফটো


তিনি জানিয়েছেন, রেমডিসিভিরের উপরে থাকা ১২ শতাংশ কর কমিয়ে ৫ শতাংশে আনার সিদ্ধান্ত নিয়েছে জিএসটি কাউন্সিল। পাশাপাশি Tocilizumab ও Amphotericin B-এর উপরে GST ৫ শতাংশ থেকে শুন্য শতাংশ করা হয়েছে।

তবে কোভিডের টিকায় GST-র হার ৫ শতাংশই রয়েছে। বিশেষ মন্ত্রীগোষ্ঠীও কোভিডের টিকায় GST-র হার অপরিবর্তিত রাখারই সুপারিশ করেছিল।

করোনায় Personal Loan নিয়ে হাজির SBI! সুদের হারও অনেক কম
অ-বিজেপি শাসিত রাজ্যগুলি দাবি করেছিল, করোনা ভ্যাকসিন ও এই রোগের ওষুধের উপর থেকে GST তুলে নেওয়ার। বিশেষ মন্ত্রীগোষ্ঠীও সুপারিশ করেছিল, পিপিই কিট, অক্সিমিটার-সহ করোনা চিকিৎসায় ব্যবহৃত বিভিন্ন সরঞ্জামের উপর করের হার কমিয়ে যাতে পাঁচ শতাংশ করা হয়।

শনিবার জিএসটি কাউন্সিলের ৪৪-তম বৈঠকে বসেছিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। সেই বৈঠকেই Tocilizumab ও Amphotericin B-এর GST শুন্য করা, রেমডিসিভিরের উপরে থাকা ১২ শতাংশ কর কমিয়ে ৫ শতাংশে আনার মতো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়। এই বৈঠকে নির্মলা সীতারমণ ছাড়াও হাজির ছিলেন অর্থ প্রতিমন্ত্রী অনুরাগ ঠাকুর ও অন্য রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের অর্থমন্ত্রীরা।

পেট্রলের পর এবার ডিজেল ১০০ পার! মূল্যবৃদ্ধির আশঙ্কা
বৈঠকে কোভিড টেস্টিং কিটের উপর থাকা GST ১২ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করা হয়েছে। হ্যান্ড স্যানিটাইজারের উপরে আগে GST ছিল ১৮ শতাংশ, তা কমিয়ে করা হয়েছে ৫ শতাংশ। তাপমাত্রা মাপার যন্ত্রেও GST ১৮ শতাংশ থেকে কমিয়ে করা হয়েছে ৫ শতাংশ। এছাড়া Black Fungus-সহ COVID-এর একাধিক ক্ষেত্র সরঞ্জামের উপরে কিছুটা GST ছাড় মিলবে এখন থেকে।

পরের খবর

Businessসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল