অ্যাপশহর

বর্জ্য সাফাইয়ে উদ্যোগী আবাসন সংগঠন ক্রেডাই

দেশের মেট্রো এবং ছোট শহরগুলিকে বর্জ্যহীন করে তুলতে এক অভিনব পদক্ষেপ করেছে ক্রেডাই৷

EiSamay.Com 13 Nov 2017, 1:07 pm
সুদীপ্ত বন্দ্যোপাধ্যায় ■ নাগপুর
EiSamay.Com credai has made an innovative move to make the countrys metro and small towns unused
বর্জ্য সাফাইয়ে উদ্যোগী আবাসন সংগঠন ক্রেডাই

দেশের মেট্রো এবং ছোট শহরগুলিকে বর্জ্যহীন করে তুলতে এক অভিনব পদক্ষেপ করেছে ক্রেডাই৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্বচ্ছ ভারত অভিযানে সামিল হতে ক্রেডাই ক্লিন সিটি মিশন নামের এক প্রকল্প শুরু করেছে সংগঠনটি৷ এই প্রকল্প অনুযায়ী সংগঠনের সদস্য সংস্থাগুলি নতুন আবাসন তৈরির ক্ষেত্রে বর্জ্য প্রক্রিয়াকরণের যন্ত্র বসানোর প্রস্তাব দিয়েছে৷ গোটা দেশে ক্রেডাইয়ের ২০০-র বেশি সদস্য সংস্থা এই প্রকল্পে যোগ দিয়েছে৷ বিষয়টি নিয়ে ক্রেডাই ক্লিন সিটি মুভমেন্ট লিমিটেড নামের একটি সংস্থা তৈরি করা হয়েছে৷ নাগপুরে নিউ ইন্ডিয়া সামিটে ওই সংস্থার সঙ্গে ২০০-র বেশি সদস্য সংস্থা একটি মউ চুক্তিতে সই করেছে৷

এ প্রসঙ্গে রাজ্যে ক্রেডাই বেঙ্গল -এর সভাপতি নন্দু বেলানি বলেন, ‘এ রাজ্যেও প্রকল্প শুরুর উদ্যোগ নেওয়া হয়েছে৷ আমরা সব্জির খোসার মতো নরম এবং ভিজে বর্জ্যগুলিকে আলাদা করব এবং যেগুলি কঠিন বর্জ্য সেগুলিকে আলাদা করে প্রক্রিয়াকরণ করব৷ ’ প্লাস্টিকের মতো কঠিন বর্জ্যগুলিকে যন্ত্রের সাহায্যে পুনর্ব্যবহারযোগ্য করে তোলা হবে৷ অন্যদিকে , সব্জির খোসার মতো বর্জ্যগুলির প্রক্রিয়াকরণ করে সার তৈরি করা হবে , যা কৃষি , উদ্যানপালন প্রভৃতি ক্ষেত্রে ব্যবহার করা যাবে , তিনি জানান৷ কলকাতায় প্রায় ৬ হাজার টন বর্জ্য তৈরি হয় বলে জানিয়েছেন বেলানি৷ এই প্রকল্পের উপকার সম্পর্কে বেলানি বলেন , ‘এর ফলে বর্জ্য ফেলার জন্য আলাদা জমি ব্যবহারের প্রয়োজন পড়বে না৷ ইতিমধ্যেই কলকাতা কর্পোরেশনের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করা হয়েছে৷ এর ফলে শহরের বর্জ্য পরিস্কার করতে পৌর নিগম এবং পুরসভাগুলিকে যে বিপুল ব্যয়ভার বহন করতে হয় তা আর করতে হবে না৷ ’

আগামী দু’বছরের মধ্যে শহরের দু’লক্ষ ফ্ল্যাটকে এই প্রকল্পের আওতায় আনার লক্ষ্যমাত্রা স্থির করেছে ক্রেডাই, বেলানি জানান৷ বর্জ্য প্রক্রিয়াকরণের ফলে পুর নিগমের ব্যয়ভার কমলে তার বদলে আপনাদের কোনও দাবি থাকবে না , প্রশ্ন করা হলে বেলানি বলেন , ‘আমরা এর বদলে করছাড়ের আর্জি জানিয়েছি৷ কলকাতা পুর নিগমের এমআইসি (বর্জ্য প্রক্রিয়াকরণ ) দেবব্রত মজুমদারের সঙ্গে বিষয়টি নিয়ে কথা হয়েছে এবং তা এখন বিবেচনাধীন৷ ’ ক্রেডাই-এর সর্বভারতীয় চেয়ারম্যান গীতাম্বর আনন্দ বলেন , ‘আমাদের এই উদ্যোগে আগামী দু’বছরে ৩০টি শহরকে সামিল করতে পারব বলেই আশা৷ ’

পরের খবর

Businessসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল