অ্যাপশহর

রামদেবের ভোজ্যতেলের বিজ্ঞাপনে 'ভুয়ো' তথ্যের অভিযোগ

বিভ্রান্তিকর বিজ্ঞাপন দিয়ে কাঠগড়ায় যোগগুরু রামদেব। সর্ষের তেলের বিজ্ঞাপনে বিভ্রান্তিকর তথ্য পেশের জন্য তাঁর সংস্থা পতঞ্জলি আয়ুর্বেদ-এর বিরুদ্ধে সোচ্চার হল তিন কেন্দ্রীয় সংস্থা।

EiSamay.Com 2 May 2016, 9:38 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: বিভ্রান্তিকর বিজ্ঞাপন দিয়ে কাঠগড়ায় যোগগুরু রামদেব। সর্ষের তেলের বিজ্ঞাপনে বিভ্রান্তিকর তথ্য পেশের জন্য তাঁর সংস্থা পতঞ্জলি আয়ুর্বেদ-এর বিরুদ্ধে সোচ্চার হল তিন কেন্দ্রীয় সংস্থা।
EiSamay.Com complaint against baba ramdevs patanjali ayurved for misleading ad
রামদেবের ভোজ্যতেলের বিজ্ঞাপনে 'ভুয়ো' তথ্যের অভিযোগ


পতঞ্জলি আয়ুর্বেদ সংস্থার তৈরি কচ্চি ঘানি সর্ষের তেলের বিজ্ঞাপনে নাম না-করে বাজারচলতি ব্র্যান্ডের সর্ষের তেল সম্পর্কে বিভ্রান্তিকর তথ্য পেশ করেছেন যোগগুরু রামদেব। এই অভিযোগ জানিয়ে কেন্দ্রীয় খাদ্য সুরক্ষা ও মান নিয়ন্ত্রক সংস্থা (FSSAI) এবং জাতীয় বিজ্ঞাপন নিয়ন্চ্রণ সংস্থা (ASCI)-কে চিঠি দেয় ভোজ্য তেল উত্‍পাদক সংগঠন (SEA)। ওই চিঠিতে পতঞ্জলি আয়ুর্বেদ প্রকাশিত বিজ্ঞাপনের মান নিয়ে প্রশ্ন তোলা হয়েছে।

চিঠিতে সাফ জানানো হয়েছে, 'পতঞ্জলি আয়ুর্বেদ লিমিটেড প্রকাশিত বিজ্ঞাপনে পেশ করা তথ্য গ্রাহকদের সম্পূর্ণ ভুল ও বিভ্রান্তিকর পথে চালিত করছে।'

এসইএ-র দাবি, ভোজ্য তেল শিল্প সম্পর্কে গ্রাহকদের মনে অকারণে বিভ্রান্তি তৈরি করাই শুধু নয়, তা এই শিল্পের পক্ষে অবমাননাকর। সংস্থার মতে, এই রকম প্রচার ভোজ্য তেল শিল্পের ভাবমূর্তি নষ্ট করেছে। চিঠিতে আরও বলা হয়েছে, 'এই বিজ্ঞাপনে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে ভোজ্য তেল সম্পর্কে গ্রাহকদের মনে ভীতি সঞ্চার করার চেষ্টা হয়েছে। এর জেরে ASCI-এর একাধিক শর্ত লঙ্ঘন করা হয়েছে। অবিলম্বে এই বিজ্ঞাপন প্রচার বন্ধ করার ব্যবস্থা করতে হবে।'

জবাবে পতঞ্জলির তরফে জানানো হয়েছে, ওই বিজ্ঞাপনে পেশ করা তথ্য সবই সত্যি যা অনুসন্ধান ও গবেষণার মাধ্যমে পাওয়া গিয়েছে। কাউকে বিভ্রান্ত করার উদ্দেশে তা প্রচার করা হয়নি বলেই ওই সংস্থার দাবি।

পরের খবর

Businessসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল