অ্যাপশহর

ফিউচার অধিগ্রহণে অনুমতি রিলায়েন্সকে

রিলায়েন্স-ফিউচার লেনদেন রুখতে সিসিআই এবং সেবিকেও অনুরোধ করেছিল অ্যামাজন। সেই প্রেক্ষাপটে শুক্রবার সিসিআইয়ের ঘোষণা নিসন্দেহে তাৎপর্যপূর্ণ।

Ei Samay 21 Nov 2020, 11:02 am
এই সময়: মার্কিন ই-কমার্স সংস্থা অ্যামাজনের কাছে বড় ধাক্কা। মুকেশ আম্বানির রিলায়েন্স রিটেল সংস্থার কাছে ২৪,৭১৩ কোটি টাকায় কিশোর বিয়ানির ফিউচার গ্রুপকে বিক্রি করে দেওয়ার চুক্তিতে শুক্রবার সিলমোহর দিল কম্পিটিশন কমিশন অফ ইন্ডিয়া (সিসিআই)।
EiSamay.Com reliance future group deal
রিলায়েন্স


এর ফলে, সারা দেশে ৪৫০টি শহরে ছড়িয়ে থাকা ফিউচার গোষ্ঠীর ১৮০০টি বিগ বাজার, ফ্যাশন বিগ বাজার (এফবিবি), সেন্ট্রাল, ফুডহল আউটলেট নিজেদের ব্যবসার জন্য ব্যবহার করতে পারবে রিলায়েন্স রিটেল।

এক টুইট বার্তায় এ দিন সিসিআই জানায়, 'ফিউচার গোষ্ঠীর খুচরো ও পাইকারি এবং লজিস্টিক্স ও ওয়্যারহাউজিং ব্যবসা অধিগ্রহণ করতে রিলায়েন্স রিটেল ভেঞ্চার্স এবং রিলায়েন্স রিটেল অ্যান্ড ফ্যাশন লাইফস্টাইলকে সিসিআই অনুমতি দিয়েছে।'

গত অগস্ট মাসে ২৪,৭১৩ কোটি টাকায় ওই অধিগ্রহণ চুক্তি হয় মুকেশ আম্বানি ও কিশোর বিয়ানি গোষ্ঠীর মধ্যে। ওই চুক্তি অনুযায়ী, প্রথমে ফিউচার গোষ্ঠীর রিটেল ও হোলসেল ব্যবসা রিলায়েন্স রিটেল অ্যান্ড ফ্যাশন লাইফস্টাইলকে হস্তান্তর করা হবে। উল্লেখ্য, রিলায়েন্স রিটেল অ্যান্ড ফ্যাশন লাইফস্টাইল সংস্থাটি রিলায়েন্স রিটেল ভেঞ্চার্সের সম্পূর্ণ মালিকানাধীন একটি শাখা সংস্থা।

ফিউচার গোষ্ঠীর লজিস্টিক্স ও ওয়্যারহাউজিং ব্যবসাকে সরাসরি হস্তান্তর করা হবে রিলায়েন্স রিটেল ভেঞ্চার্সকে। এই চুক্তি প্রসঙ্গে ফিউচার গোষ্ঠীর কর্ণধার কিশোর বিয়ানি আগে বলেছিলেন, 'এই লেনদেনে সকলের স্বার্থের কথাই ভাবা হয়েছে -- ঋণদাতা, শেয়ারহোল্ডার, জোগানদার, এমনকী কর্মীদের কথাও। এই লেনদেনের ফলে কোনও ব্যবসাই বন্ধ করে দেওয়া হচ্ছে না।'

এ দিকে, ফিউচার গোষ্ঠীর একটি সংস্থায় লগ্নিচুক্তির সূত্র ধরে অ্যামাজন সিঙ্গাপুরে সালিশি আদালতের দ্বারস্থ হয়েছিল যাতে মুকেশ আম্বানিকে ফিউচার গোষ্ঠীর ব্যবসা অধিগ্রহণ করা থেকে আটকানো যায়। গত মাসে সিঙ্গাপুর আদালত অ্যামাজন পক্ষে রায় দিয়ে রিলায়েন্স-ফিউচার লেনদেনে সাময়িক স্থগিতাদেশ জারি করে। কিন্তু ওই রায় এ দেশে কতটা কার্যকর তা নিয়ে আইন বিশেষজ্ঞদের মধ্যে মতপার্থক্য দেখা যায়।

এ দিন সিসিআইয়ের রায় নিয়ে অ্যামাজন কোনও প্রতিক্রিয়া না জানালেও, ফিউচার গোষ্ঠীর যুক্তি হল, তাদের সঙ্গে অ্যামাজনের যে চুক্তি হয়েছে তার কোনও শর্তই রিলায়েন্সের সঙ্গে চুক্তির ক্ষেত্রে প্রযোজ্য নয়। ফিউচার গোষ্ঠী আরও দাবি করেছে, রিলায়েন্সের সঙ্গে এই চুক্তি না হলে সংস্থার হাজার হাজার কর্মী কাজ হারাবেন।

পরের খবর

Businessসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল