অ্যাপশহর

SBI: SBI থেকে গায়েব 11 কোটির মুদ্রা! তদন্তে CBI

SBI এর কাছ থেকে নিখোঁজ প্রায় 11 কোটি টাকার মুদ্রা। তদন্ত চালাচ্ছে CBI। দেশের প্রায় 25 টি শহরে তদন্ত চালাচ্ছে CBI। মুদ্রা উদ্ধার হয় কিনা সেটাই দেখার।

Produced byAkash Chatterjee | EiSamay.Com 19 Aug 2022, 5:30 pm

হাইলাইটস


  • SBI এর কাছ থেকে নিখোঁজ 11 কোটির মুদ্রা।
  • তদন্ত চালাচ্ছে CBI।
  • 25 টি শহরে ইতিমধ্যেই রেইড।
EiSamay.Com SBI News
SBI ( প্রতীকী ছবি)
দেশের সর্বোচ্চ লেনদেনকারী রাষ্ট্রায়ত্ত সংস্থা স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ( State Bank of India) বা SBI থেকে নিখোঁজ প্রায় 11 কোটি টাকার মুদ্রা। বিষয়টি নিয়ে ইতিমধ্যেই শোরগোল পড়েছে। তদন্তের দায়িত্বে আছে সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টমেন্ট ( Central Bureau of Investment) বা CBI। তদন্ত চলছে ইতিমধ্যেই।

তদন্তের কী অবস্থা?

SBI থেকে এই ব্যাপক অঙ্কের মুদ্রা চুরি যাওয়ার পর তদন্তের দায়িত্ব পেয়েছে CBI। দেশের 25-টি শহরে ইতিমধ্যেই CBI তদন্তের জন্য খোঁজ চালাচ্ছে। এই শহরগুলো হল-- জয়পুর, দাউসা, কারাউলি, সাওয়া-মাধোপর, আলওয়ার, উদয়পুর এবং ভিলওয়ারা। এছাড়া খোঁজ চলছে দিল্লিতেও। সব মিলিয়ে জোরকদমে চলছে তদন্তের কাজ।

কোন ব্রাঞ্চ থেকে গিয়েছে চুরি?
দেশের সর্বোচ্চ লেনদেনকারী ব্যাঙ্কিং সংস্থস স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ( State Bank of India) বা SBI এর রাজস্থানের কারাউলি ব্রাঞ্চ থেকে এই ব্যাপক অঙ্কের টাকার মুদ্রা চুরি গিয়েছে। যে ঘটনার তদন্তই SBI করছে।

Read More: undefined


ঘটনাটি কবের?


ঘটনাটি 2021 সালের। SBI এর কারাউলির ব্রাঞ্চ থেকে বেশ কিছু মুদ্রা নিখোঁজ হয়। প্রাথমিক তদন্তের পর জানা যায় প্রায় 11 কোটি টাকার মুদ্রা নিখোঁজ। এর পরেই বিষয়টি নিয়ে তদন্তে নামে CBI। চলতি বছরের এপ্রিল মাসে ওই কেস হাতে পায় CBI। তারপর থেকে তদন্ত চলছে। এখন দেখার, CBI এই রহস্যের কূলকিনারা করতে পারে কিনা। বিষয়টি নিয়ে হইচই চলছে ব্যাপক। সোশ্যাল মিডিয়া থেকে সর্বত্র এই নিয়ে চলছে আলোচনা। প্রশ্ন উঠছে একটাই, CBI কি সাফল্য পাবে?

Read More
: undefined


ঘটনাটি উদ্বেগের

দেশের সর্বোচ্চ লেনদেনকারী রাষ্ট্রায়ত্ত সংস্থা State Bank Of India বা SBI এর কাছ থেকে এই বিপুল টাকার মুদ্রা উধাও হয়ে যাওয়া উদ্বেগের। SBI এর মত এত বড় একটা প্রতিষ্ঠান থেকে যদি টাকা উধাও হয়ে যায়, তবে দেশের বাকি ব্যাঙ্কগুলোর ক্ষেত্রে ঠিক কী হতে পারে তা ভেবে চিন্তিত দেশের বড় অংশের নাগরিকেরা।

Read More: Flipkart: 'সস্তার তিন অবস্থা'! নিম্নমানের জিনিস বিক্রি করে ফাঁসল ফ্লিপকার্ট
লেখকের সম্পর্কে জানুন
Akash Chatterjee

পরের খবর

Businessসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল