অ্যাপশহর

#NoteBan-এর পর এবার মোদী সরকারের নিশানায় চেকবুক?

₹৫০০ ও ₹১০০০ নোটবন্দির পর এবার পরবর্তী লক্ষ্য কি ব্যাঙ্কের চেকবুক?

EiSamay.Com 21 Nov 2017, 4:05 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: ₹৫০০ ও ₹১০০০ নোটবন্দির পর এবার পরবর্তী লক্ষ্য কি চেকবুক? সূত্রের খবর, ডিজিটাল লেনদেনে উৎসাহে এবার মোদী সরকারের পরবর্তী নিশানা হতে চলেছে ব্যাঙ্কের চেকবুক। শীঘ্রই চেকবুক নিষিদ্ধ করতে পারে সরকার। অল ইন্ডিয়া ট্রেডার্স কনফেডারেশন-এর এক সিনিয়র আধিকারিক সম্প্রতি এমনই জানিয়েছেন সংবাদমাধ্যমকে।
EiSamay.Com cheque books to be banned govt planning for digital push
#NoteBan-এর পর এবার মোদী সরকারের নিশানায় চেকবুক?


সংগঠনের মহাসচিব প্রবীণ খান্ডেলওয়াল জানিয়েছেন, ‘ডিজিটাল লেনদেনের স্বার্থে ডেবিট ও ক্রেডিট কার্ডের ব্যবহারে উৎসাহ দিতে আগ্রহী সরকার। তাই ভবিষ্যতে চেকবুক নিষিদ্ধ করার সম্ভাবনা রয়েছে।’ যদিও এই জল্পনা নিয়ে কেন্দ্রীয় অর্থ মন্ত্রক বা RBI-এর তরফে কোনও তথ্য মেলেনি।

বিমুদ্রাকরণের জেরে প্রাথমিক ভাবে সমস্যায় পড়তে হয়েছিল নাগরিকদের। শ্রমিক শ্রেণি থেকে ব্যবসায়ী মহলে নোটবন্দির ধাক্কা লেগেছিল। ওয়াকিবহলের একাংশের মতে, এবার চেকবুক বন্ধ হলে ফের সমস্যায় পড়তে পারেন নাগরিকরা। মূলত ব্যবসায়ীদের সমস্যা বেশি হওয়ার আশঙ্কা রয়েছে।

আরও পড়ুন: 'হাত কেটে নেওয়া হবে নমোর নিন্দুকদের'

বহু আর্থিক লেনদেনের ক্ষেত্রে এবং অ্যাকাউন্ট শুরু করার সময়ে চেকবুকের গুরুত্ব রয়েছে। এ দেশে ৯০ শতাংশের বেশি লেনদেনেই নগদ বা চেকে হয়। এছাড়াও বয়স্ক বা গুরুতর অসুস্থ'রা, যাঁরা ATM-এ যেতে পারবেন না, তাঁদের ক্ষেত্রে কী হবে, সেটা প্রশ্ন। সেক্ষেত্রে হঠাৎ করে চেকবুক বন্ধ হলে, সমস্যা সৃষ্টির আশঙ্কা রয়েছে।

পরের খবর

Businessসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল