অ্যাপশহর

'ভয়ংকর সুন্দর'! পৃথিবীর উচ্চতম রেলব্রিজ এবার জম্মু-কাশ্মীরে…

Indian Railway এর তরফ থেকে থাকছে বড় খবর। জম্মু এবং কাশ্মীরে তৈরি হচ্ছে বিশ্বের উচ্চতম রেলব্রিজ। এই রেলব্রিজের নাম দেওয়া হয়েছে চিনাব রেলব্রিজ। কাশ্মীরের চিনাব নদীর উপর তৈরি হওয়া এই রেলব্রিজের নাম দেওয়া হিয়েছে চিনাব রেলব্রিজ। এর কিছু ছবি সাম্প্রতিককালে সামনে এসেছে। যে ছবিগুলো দেখে উচ্ছ্বাসে ভেসে গিয়েছেন অনেকেই। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের কু প্রোফাইল থেকে ভাগ করা হয়েছে ছবি।

Produced byAkash Chatterjee | EiSamay.Com 27 Jun 2022, 9:40 am

হাইলাইটস

  • কাশ্মীরে পৃথিবীর উচ্চতম রেলব্রিজ।
  • নাম দেওয়া হয়েছে চিনাব।
  • আপনি উচ্ছ্বসিত?
EiSamay.Com Chenab Bridge
Indian Railway ( In Frame: Chenab Bridge, ফাইল ফটো)
পর্যটকদের জন্য সুখবর। জম্মু-কাশ্মীরে তৈরি হচ্ছে পৃথিবীর সবথেকে বড় রেলব্রিজ। জম্মু-কাশ্মীরের চিনাব নদীর উপর তৈরি হচ্ছে এই রেলব্রিজ। যার ফলে, ভূ-স্বর্গ ভ্রমণের অভিজ্ঞতা এবার আরও ভালো হবে পর্যটকদের এমনটাই মনে করা হচ্ছে।
ইতিমধ্যেই সামনে এসেছে চিনাব নদীর উপর সেই রেলব্রিজের ছবি। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 350 মিটার উঁচু ব্রিজের কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। চলছে কাজ। তবে কবে শেষ হবে ব্রিজ তৈরির কাজ-- সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি। আশা করা হচ্ছে--শীঘ্রই শেষ করা হবে ব্রিজ তৈরির কাজ।

কী নাম দেওয়া হয়েছে, এই রেলব্রিজের? সূত্র মারফৎ জানা গিয়েছে, কাশ্মীরের চিনাব নদীর উপর যেহেতু এই ব্রিজ তৈরি হচ্ছে, সেই কারণে এই ব্রিজের নাম দেওয়া হয়েছে চিনাব ব্রিজ। এই ব্রিজের ছবি ভারতীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব ( Ashwini Vaishnaw) নিজের কু প্রোফাইল থেকে ভাগ করে নেন। অশ্বিনী বৈষ্ণবকে যাঁরা কু প্রোফাইলে ফলো করে থাকেন-- তাঁরা এই ছবি দেখে যাতপরনাই উচ্ছ্বসিত ছিলেন।

Read More
: undefined

কু প্রোফাইল থেকে যে ছবি অশ্বিনী বৈষ্ণব ( Ashwini Vaishnaw) ভাগ করে নিয়েছিলেন-- সেই ছবিতে দেখা যাচ্ছে, মেঘের মধ্যে থাকা একটি টু ফোল্ড ( Two Fold) ব্রিজ। সেই ব্রিজ আলতো করে মেঘ ছুঁয়ে যাচ্ছে। এই ছবি ভাগ করে নিতেই রেলমন্ত্রীর কু প্রোফাইল ভরে যায় নানারকম কমেন্টে। অনেকেই উচ্ছ্বসিত হয়ে প্রশংসা করেন।

কিন্তু এই ব্রিজ তৈরির উদ্দেশ্য কী? উদ্দেশ্য হল কাশ্মীরকে ভারতের সঙ্গে সম্পূর্ণভাবে জুড়ে দেওয়া। আর্টিকেল 370 বিলোপের পর কাশ্মীরের সঙ্গে ভারতের বাকি জায়গার সম্পূর্ণ যোগসাধন তৈরি করার চেষ্টা করা হচ্ছে। সেই চেষ্টারই ফল হল এই রেলব্রিজ। এই রেলব্রিজ তৈরির কাজ শেষ হলে সেই পদ্ধতি অনেকটা সম্পূর্ণ হবে।

Read More:
undefined

কিন্তু, এই রেলব্রিজ তৈরি করছে কারা? সূত্র মারফৎ জানা গিয়েছে, এই রেলব্রিজ তৈরির দায়িত্বে রয়েছে কোঙ্কন রেলওয়ে কর্পোরেশন লিমিটেড ( Konkan Railway Corporation Limited) এবং উধমপুর-শ্রীণগর-বারামুলা রেল লিঙ্ক ( Udhampur Srinagar Baramulla Rail Link)। এই দুই সংস্থার যৌথ উদ্যোগে তৈরি হচ্ছে এই ব্রিজ।

undefined
Read More:undefined
লেখকের সম্পর্কে জানুন
Akash Chatterjee

পরের খবর

Businessসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল