অ্যাপশহর

৩০ মে দেশজুড়ে বন্ধ ৮ লাখ ওষুধের দোকান

ওষুধ বিক্রিতে ই-পোর্টাল চালুর বিরোধিতায় বনধ্

EiSamay.Com 11 May 2017, 6:02 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: চলতি মাসেই বনধে সামিল হবেন ৮ লাখ ওষুধ বিক্রেতা। আগামী ৩০ মে সরকারি সিদ্ধান্তের প্রতিবাদে দেশজুড়ে বনধ্ ডেকেছে সর্বভারতীয় ওষুধ বিক্রেতা ও প্রস্তুতকারক’দের সংগঠন (AIOCD)।
EiSamay.Com chemists to strike on may 30
৩০ মে দেশজুড়ে বন্ধ ৮ লাখ ওষুধের দোকান


সম্প্রতি কেন্দ্রীয় সরকার ওষুধ বিক্রিতে ই-পোর্টাল চালু করার সিদ্ধান্ত নিয়েছে। সেইমতো নির্দিষ্ট সময়ের মধ্যে বিক্রেতাদের তথ্য ই পোর্টালে আপলোড করার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক।

সরকারের এই সিদ্ধান্তই মানতে রাজি নয় AIOCD। তাদের দাবি, দেশের তথ্য-প্রযুক্তি পরিকাঠামোতে গলদ রয়েছে। ফলে সরকারের এই সিদ্ধান্ত রূপায়ণে খরচ ও পরিশ্রম দুটোই করতে হবে। AIOCD-র অভিযোগ, সরকারের এই সিদ্ধান্তের পিছনে কোনও যুক্তি নেই।
ইদানিং ওষুধের প্রেসক্রিপশনে জেনেরিক নামার উপর জোর দেওয়া শুরু করেছে কেন্দ্রীয় সরকার। মেডিক্যাল কাউন্সিল অব ইন্ডিয়া’র তরফে চিকিৎসকদের ব্র্যান্ড নামের পাশাপাশি ওষুধের জেনেরিক নাম লিখতেও নির্দেশ দেওয়া হয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের সঙ্গে দফায় দফায় বৈঠকের পরই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবার ওষুধের বিক্রি ই-পোর্টালের মাধ্যমে করতে উদ্যোগী হয়েছে সরকার।

পরের খবর

Businessসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল