অ্যাপশহর

আসছে ₹১০০ মুদ্রা, জানুন কেমন তার রূপ!

বাজারে আসছে ১০০ টাকার মুদ্রা। চলতি বছরেই এই মুদ্রা ছাড়া হবে বলে জানিয়েছে কেন্দ্রীয় সরকার।

EiSamay.Com 13 Sep 2017, 11:31 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: সদ্য দেখা গিয়েছে নতুন ২০০ এবং ৫০ টাকার নোট। এবার বাজারে আসছে ১০০ টাকার মুদ্রা। চলতি বছরেই এই মুদ্রা ছাড়া হবে বলে জানিয়েছে কেন্দ্রীয় সরকার।
EiSamay.Com centre to introduce new rs 100 coins on mgr centenary
আসছে ₹১০০ মুদ্রা, জানুন কেমন তার রূপ!


মঙ্গলবার কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের তরফে ঘোষণায় জানা গিয়েছে, এআইএডিএমকে প্রতিষ্ঠাতা এমজি রামচন্দ্রনের জন্মবার্ষিকী উপলক্ষে নতুন ১০০ টাকার মুদ্রা ছাড়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ওই দিনই আত্মপ্রকাশ করবে নতুন ৫ টাকার মুদ্রাও।

মন্ত্রক সূত্রে খবর, নতুন ১০০ টাকা মুদ্রার এক পিঠের মাঝখানে এমজি রামচন্দ্রনেক প্রতিকৃতি থাকবে। ছবির নীচে ইংরেজিতে লেখা থাকবে 'এমজি রামচন্দ্রন জন্মবার্ষিকী'। সঙ্গে দেওয়া থাকবে ১৯১৭-২০১৭ সময়কালের উল্লেখ। মুদ্রার অন্য পিঠের মাঝের অংশে থাকবে অশোক স্তম্ভ, যার নীচে দেবনাগরী হরফে 'সত্যমেব জয়তে' লেখা থাকবে। সেই সঙ্গে ₹ চিহ্ন এবং টাকার মূল্য সংখ্যায় লেখা থাকবে। নয়া ৫ টাকার মুদ্রাতেও একই রকম নকশা থাকবে।

নতুন ১০০ টাকার মুদ্রাটির হবে ৪৪ মিলিমিটার। এই মুদ্রায় থাকছে ৫০% রুপো, ৪০% তামা, ৫% নিকেল এবং ৫% দস্তা। অন্য দিকে, নতুন ৫ টাকার মুদ্রাটির ব্যাস হবে ২৩ মিলিমিটার। এতে থাকছে ৭৫% তামা, ২০% দস্তা এবং ৫% নিকেল। ১০০ টাকার মুদ্রার ওজন হবে ৩৫ গ্রাম, ৫ টাকার মুদ্রার ওজন ৬ গ্রাম।

অর্থমন্ত্রক সূত্রে জানা গিয়েছে, ১০ টাকার মুদ্রাতেও দ্রুত পরিবর্তন ঘটবে। এই মুদ্রার উপর প্রয়াত শিল্পী শুভলক্ষ্মীর প্রতিকৃতি দেওয়া থাকবে।

পরের খবর

Businessসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল