অ্যাপশহর

আর নয় ক্যাশব্যাক, পরিবর্তে Paytm দেবে সোনা!

চলতি বছরের এপ্রিলেই ডিজিটাল গোল্ড স্কিম লঞ্চ করে Paytm।

Ei Samay 21 Jul 2017, 5:35 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: সিনেমার টিকিট থেকে সবজি বাজার। বিমানের টিকিট থেকে মোবাইলের রিচার্জ। সব কেনাকাটায় ক্যাশব্যাক-এর জমানা শুরু হয়েছিল Paytm-এর হাত ধরে। এর জেরেই ডিজিটাল ওয়ালেটগুলির মধ্যে জনপ্রিয়তার চূড়ায় পৌঁছয় Paytm। কিন্তু, এবার সেই ক্যাশব্যাক সিস্টেমই বন্ধ করছে সংস্থা। তবে পরিবর্তে দেওয়া হবে সোনা।
EiSamay.Com cashback on paytm will now directly get converted into an online gold investment
আর নয় ক্যাশব্যাক, পরিবর্তে Paytm দেবে সোনা!


চলতি বছরের এপ্রিলেই ডিজিটাল গোল্ড স্কিম লঞ্চ করে Paytm। ইতিমধ্যেই ৬০% ক্রেতা ডিজিটাল গোল্ড স্কিম ব্যবহার করেছে। এবার বিভিন্ন ক্যাশব্যাকের পরিবর্তে সমমূল্যের ডিজিটাল গোল্ড ক্রেতাকে দেবে Paytm। তবে এক্ষেত্রে কিছু শর্ত রয়েছে।

১) MMTC-PAMP প্রযোজ্য লকারে বিনামূল্যে সঞ্চিত থাকবে ওই গোল্ড বা সোনা।

২) ১ গ্রামের সোনার কয়েন-এর মূল্যের সমপরিমাণ ব্যালান্স না হলে, তা ব্যবহার করতে পারবেন না ক্রেতারা।

৩) যেহেতু Paytm ১ টাকার মূল্যের সোনাও বিক্রি করে, তাই সমমূল্যের ক্যাশব্যাকেও ডিজিটাল গোল্ড মিলবে।

Paytm গোল্ড স্কিম ইতিমধ্যেই দিল্লি, বেঙ্গালুরু, হায়দরাবাদ সহ-কলকাতা এবং পাশ্বর্বতী বর্ধমানেও বেশ জনপ্রিয় হয়েছে। Paytm-এ ২৪ ক্যারাটের খাঁটি সোনা মাত্র ৯৯৯.৯ টাকায় কেনা যাবে।

প্রসঙ্গত, শুধু Paytm নয়, ধীরে ধীরে ক্যাশব্যাক উঠিয়ে দেওয়ার রাস্তায় হাঁটছে অনেক ডিজিটাল ওয়ালেট সংস্থাই। সদ্য ক্যাশব্যাকের পরিবর্তে লয়ালটি চার্জ ঘোষণা করেছে Mobikwik। অন্যদিকে বিক্রি হতে চলা Freecharge-ও ক্যাশব্যাকও বন্ধ করে দিয়েছে।

পরের খবর

Businessসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল