অ্যাপশহর

পাউডার মেখেই ক্যানসার, 'বিখ্যাত' কোম্পানিকে দিতে হবে ₹২৬৭১কোটি

জনসন অ্যান্ড জনসনের বিরুদ্ধে আইনি মামলা করে ক্ষতিপূরণ জিতলেন লস অ্যাঞ্জেলেসের এক মহিলা।

EiSamay.Com 22 Aug 2017, 9:39 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: জনসন অ্যান্ড জনসনের বিরুদ্ধে আইনি মামলা করে ক্ষতিপূরণ জিতলেন লস অ্যাঞ্জেলেসের এক মহিলা।
EiSamay.Com cancer patient wins 417 million lawsuit claiming baby powder caused her illness
পাউডার মেখেই ক্যানসার, 'বিখ্যাত' কোম্পানিকে দিতে হবে ₹২৬৭১কোটি


মামলাকারী ওই মহিলা অভিযোগে জানান, জনসন অ্যান্ড জনসনের আইকনিক বেবি পাউডার মেয়েলি হাইজিনের কথা ভেবে তিনি নিয়মিত ব্যবহার করে গিয়েছেন। যার জেরে তিনি ওভারিয়ান ক্যানসারে আক্রান্ত।



মামলার বিচারক ক্ষতিপূরণ বাবদ ইভা ইচেস্তিয়া নামে ওই মহিলাকে ৪১৭ মিলিয়ন ডলার, অর্থাত্‍‌ ভারতীয় মুদ্রায় প্রায় ২৬৭ ১কোটি টাকা দেওয়ার নির্দেশ দিয়েছেন জনসন অ্যান্ড জনসন কর্তৃপক্ষকে।

২০০৭ সালে ইভার ওভারিয়ান ক্যানসার ধরা পড়ে।

অভিযোগে ইভা জানিয়েছিলেন, বেবি পাউডারে যে ক্যানসারের ঝুঁকি রয়েছে, সে বিষয়ে জনসন আগাম সতর্ক করেনি। মামলা হারায় সর্ববৃহত্‍‌ অঙ্কের জরিমানা গুনতে হবে জনসনকে।

পরের খবর

Businessসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল