অ্যাপশহর

কোথাও বাড়ল, কোথাও কমল; FD-তে সুদ পরিবর্তন করল রাষ্ট্রায়ত্ত এই ব্যাঙ্ক

গত ১৬ নভেম্বরের পরে ফের ফিক্সড ডিপোজিটে সুদের হার পরিবর্তন করল রাষ্ট্রায়ত্ত কানাড়া ব্যাঙ্ক। কোনও কোনও মেয়াদি আমানতে সুদ বেড়েছে। আবার কোথাও পড়েছে কোপ। গত ৮ ফেব্রুয়ারি থেকে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কটির নতুন এই সুদের হার কার্যকর হয়েছে।

EiSamay.Com 10 Feb 2021, 6:21 pm

হাইলাইটস

  • গত ১৬ নভেম্বরের পরে ফের ফিক্সড ডিপোজিটে সুদের হার পরিবর্তন করল রাষ্ট্রায়ত্ত কানাড়া ব্যাঙ্ক।
  • কোনও কোনও মেয়াদি আমানতে সুদ বেড়েছে, তো আবার কোথাও পড়েছে কোপ।
  • গত ৮ ফেব্রুয়ারি থেকে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কটির নতুন এই সুদের হার কার্যকর হয়েছে।
EiSamay.Com noney 1
প্রতীকী ছবি
এই সময় ডিজিটাল ডেস্ক: ব্যাঙ্কে আমানতে সুদের হারের ক্ষেত্রে রিজার্ভ ব্যাঙ্কের মুদ্রা নীতি গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে থাকে। দেশের কেন্দ্রীয় ব্যাঙ্ক রেপো রেট বা রিভার্স রেপো রেট পরিবর্তন করলে পরবর্তী সময়ে বাণিজ্যিক ব্যাঙ্কগুলিও সেই অনুসারে স্থায়ী আমানত বা ফিক্সড ডিপোজিটে সুদের হার বাড়ায় বা কমায়। RBI তার সাম্প্রতিকতম মুদ্রা নীতিতে সুদের হার অপরিবর্তিত রাখে। যে কারণে আশা করা হয়েছিল, বাণিজ্যিক ব্যাঙ্কগুলিও ফিক্সড ডিপোজিটে সুদের হারে কোনও পরিবর্তন করবে না। কিন্তু আমানতকারীদের কার্যত চমকে দিয়ে সম্প্রতি ফিক্সড ডিপোজিটে সুদের হার পরিবর্তন করেছে কানাড়া ব্যাঙ্ক। ২ কোটি টাকার কম মূল্যের সমস্ত আমানতে এই পরিবর্তন ঘটেছে।
কানাড়া ব্যাঙ্কের সাম্প্রতিকতম বিজ্ঞপ্তি অনুসারে, ১ বছরের মধ্যে মেয়াদের আমানতে সুদের হার যেখানে বেড়েছে সেখানে ২ বছর এবং ১০ বছর মেয়াদের আমানতে সুদের হার বৃদ্ধি করা হয়েছে। গত ৮ ফেব্রুয়ারি থেকে নয়া সুদের হার কার্যকর হয়েছে।

Bank Strike: ফের ২ দিনের ব্যাঙ্ক ধর্মঘট, জানুন বিশদে...
পরিবর্তনের পরে ৭ থেকে ৪৫ দিনের মেয়াদি আমানতে ২.৯৫ শতাংশ সুদ দেবে কানাড়া ব্যাঙ্ক। এছাড়া পরিবর্তনের পরে ৪৬ দিন থেকে ৯০ দিনের মেয়াদে ৩.৯০ শতাংশ, ৯১ দিন থেকে ১৭৯ দিন পর্যন্ত আমানতে ৪ শতাংশ হারে সুদ দিচ্ছে তারা। ১৮০ দিন থেকে ১ বছরের কম মেয়াদে সুদের হার দাঁড়িয়েছে ৪.৪৫ শতাংশ।

তবে ফিক্সড ডিপোজিটে ১ বছর মেয়াদের আমানতে সুদের হার ৫ বেসিস পয়েন্ট হ্রাস করা হয়েছে। এর ফলে নয়া সুদের হার দাঁড়িয়েছে ৫.২০ শতাংশ। এক বছরের বেশি থেকে ২ বছরের কম মেয়াদি আমানতেও সুদের হার দাঁড়িয়েছে ৫.২০ শতাংশ।

এদিকে, ২ বছর থেকে ৩ বছর মেয়াদি আমানতে বর্তমানে ৫.৪০ শতাংশ হারে সুদ দিচ্ছে কানাড়া ব্যাঙ্ক। আর ৩ বছর থেকে ১০ বছর পর্যন্ত মেয়াদি আমানতে সুদের হার দাঁড়িয়েছে ৫.৫০ শতাংশ।

এক ঝলকে সাধারণ নাগরিকদের জন্য কানাড়া ব্যাংকের FD-তে নতুন সুদের হার:
আমানতের মেয়াদ সুদের হার
০৭ দিন থেকে ৪৫ দিন২.৯৫ শতাংশ
৪৬ দিন থেকে ৯০ দিন ৩.৯০ শতাংশ
৯১ দিন থেকে ১৭৯ দিন৪ শতাংশ
১৮০ দিন থেকে ১ বছরের কম ৪.৪৫ শতাংশ
১ বছর৫.২০ শতাংশ
১ বছর ১ দিন থেকে ২ বছরের কম৫.২০ শতাংশ
২ বছর থেকে ৩ বছরের কম৫.৪০ শতাংশ
৩ বছর থেকে ৫ বছরের কম৫.৫০ শতাংশ
৫ বছর থেকে ১০ বছর পর্যন্ত৫.৫০ শতাংশ

  • প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে FD-তে নতুন সুদের হার:
ন্যূনতম ১৮০ দিন থেকে ১০ বছর পর্যন্ত মেয়াদের আমানতে সাধারণ নাগরিকদের তুলনায় প্রবীণ নাগরিকদের ৫০ বেসিস পয়েন্ট সুদ দিচ্ছে কানাড়া ব্যাঙ্ক। রিভিশনের পরে প্রবীণ নাগরিকরা ৭ দিন থেকে ১০ বছরের মধ্যে বিভিন্ন মেয়াদের FD-তে ২.৯৫ শতাংশ থেকে ৬.০০ পর্যন্ত সুদ পাবেন।

এই সময় ডিজিটাল এখন টেলিগ্রামেও। সাবস্ক্রাইব করুন, থাকুন সবসময় আপডেটেড। জাস্ট এখানে ক্লিক করুন।

পরের খবর

Businessসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল