অ্যাপশহর

ব্রেক্সিটের প্রভাব ভারতের শেয়ার বাজারেও

ব্রেক্সিট-এর চূড়ান্ত সিদ্ধান্তের প্রভাব পড়ল ভারতের শেয়ার বাজারেও। শুক্রবার সকালে ইউরোপিয়ান ইউনিয়ন থেকে ইউকে-এর বেরিয়া আসার যুগান্তকারী সিদ্ধান্তের পর ৯০০ পয়েন্ট (প্রায় ৩ শতাংশ) পড়ে যায় সেনসেক্স।

EiSamay.Com 24 Jun 2016, 11:33 am
এই সময় ডিজিটাল ডেস্ক: ব্রেক্সিট-এর চূড়ান্ত সিদ্ধান্তের প্রভাব পড়ল ভারতের শেয়ার বাজারেও। শুক্রবার সকালে ইউরোপিয়ান ইউনিয়ন থেকে ইউকে-এর বেরিয়া আসার যুগান্তকারী সিদ্ধান্তের পর ৯০০ পয়েন্ট (প্রায় ৩ শতাংশ) পড়ে যায় সেনসেক্স। গিয়ে দাঁড়ায় ২৬,১০০ পয়েন্টের নিচে। নিফটি-ও পড়ে যায় ৩ শতাংশ। শেয়ার বাজারের পাশাপাশি ব্রেক্সিটের প্রভাব পড়েছে টাকার মূল্যেও। ডলারের তুলনায় ৯৬ পয়সা কমে টাকা মূল্য নেমে দাঁড়ায় ৬৮ টাকারও নিচে।
EiSamay.Com brexit effect sensex tanks 900 points rupee crashes by 96 paise to crack 68 mark
ব্রেক্সিটের প্রভাব ভারতের শেয়ার বাজারেও


ব্রোকারদের অবশ্য মত, এখনই ব্রেক্সিটের কোনও উল্লেখযোগ্য প্রভাব পড়বে না ভারতীয় শেয়ার বাজারে। কারণ ইউরোপে এই নতুন নিয়ম কার্যকর হবে ২০১৮ সালের জানুয়ারি মাস থেকে।

সেনসেক্স স্টকের মধ্যে টাটা স্টিল, টাটা মোটরস এবং আইসিআইসিআই ব্যাঙ্কের শেয়ার দল নেমে গেছে ৬ থেকে ৯ শতাংশ পর্যন্ত।

পরের খবর

Businessসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল