অ্যাপশহর

৭০টি নয়া বিপণি খুলবে বাটা

গত অর্থ বছরে কলকাতার ফুটওয়্যার সংস্থাটি ৭০টি নয়া নিজস্ব বিপণি এবং ৫১টি ফ্র্যানচাইজি দোকান খুলেছে। পাশাপাশি, তারা ২৮টি দোকান বন্ধ এবং ৪৭টি বিপণির সংস্কার করেছে।

EiSamay.Com 5 Aug 2019, 1:20 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: চলতি বছরে বাটা ইন্ডিয়া ভারতে ৭০টি নিজস্ব বিপণি খোলার লক্ষ্যমাত্রা নিয়েছে। পাশাপাশি, আগামী পাঁচ বছরে সংস্থাটি ৫০০টি ফ্র্যানচাইজি বিপণি খোলার পরিকল্পনা করেছে। কলকাতায় সংস্থার চেয়ারম্যান উদয় খান্না বলেন, ‘প্রতি বছর আমাদের ১০০টি নিজস্ব বিপণি খোলার পরিকল্পনা থাকে এবং ২৫ থেকে ৩০টি অলাভজনক দোকান আমরা বন্ধ করে থাকি। চলতি বছরও আমরা সেটাই করব। অর্থাৎ, ৭০টি নয়া বিপণি নিট ভিত্তিতে যোগ হবে।’
EiSamay.Com D3


গত অর্থ বছরে কলকাতার ফুটওয়্যার সংস্থাটি ৭০টি নয়া নিজস্ব বিপণি এবং ৫১টি ফ্র্যানচাইজি দোকান খুলেছে। পাশাপাশি, তারা ২৮টি দোকান বন্ধ এবং ৪৭টি বিপণির সংস্কার করেছে।

খান্না জানিয়েছেন, ছোট শহর ও গ্রামাঞ্চলে ব্যবসা সম্প্রসারণের জন্য বাটা ইন্ডিয়া ফ্র্যানচাইজি অথবা হোলসেলার নিয়োগের মাধ্যমে অগ্রসর হওয়ার সিদ্ধান্ত নিয়েছে। বর্তমানে সারা দেশে সংস্থার দেড় হাজারের মতো নিজস্ব বিপণি এবং ১৫০টি ফ্র্যানচাইজি পরিচালিত দোকান রয়েছে। বাটা ইন্ডিয়া চিফ এগজিকিউটিভ অফিসার সন্দীপ কাটারিয়া বলেন, ‘আমরা ৫০০টি ফ্র্যানচাইজি পরিচালিত বিপণি খোলার লক্ষ্যমাত্রা রেখেছি। এটা পাঁচ বছরের পরিকল্পনা।’

পরের খবর

Businessসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল