অ্যাপশহর

ব্যাংকে গিয়ে হত্যে দেওয়ার দিন শেষ, বাড়িতেই মিলছে যাবতীয় পরিষেবা! জানুন নতুন নিয়ম...

ভারতে ব্যাংকিং পরিষেবার খোলনলচে বদলে যাচ্ছে। এখন গ্রাহকদের বাড়িতে ব্যাংকগুলি বিভিন্ন পরিষেবা পৌঁছে দিচ্ছে। PSB অ্যালায়েন্স ডোরস্টেপ ব্যাংকিং সার্ভিসের আওতায় এই পরিষেবা দিচ্ছে তারা।

EiSamay.Com 28 Dec 2020, 11:54 am
EiSamay.Com bank 1
প্রতীকী ছবি
এই সময় ডিজিটাল ডেস্ক: কোভিড মহামারীর মতো কঠিন সময়েও অর্থনৈতিক প্রতিষ্ঠানগুলি সাধারণ মানুষকে নিরন্তর পরিষেবা দিয়ে গিয়েছে। আক্রান্ত হওয়ার ঝুঁকির মধ্যেও নিয়মিত ব্রাঞ্চে এসে কাজ করেছেন ব্যাংক কর্মীরা। কোভিড পরিস্থিতিতে সমস্ত কিছু অনলাইনে হয়ে গিয়েছে। এখন অধিকাংশ ব্যাংকিং পরিষেবা অনলাইনেই পাওয়া যায়। ফলে শারীরিকভাবে ব্যাংকে উপস্থিত হওয়ার ঝক্কি কমেছে। সুবিধা হয়েছে সাধারণ মানুষের। তবুও এখনও অনেক পরিষেবা আছে যার জন্য ব্যাংকে যেতেই হয়। TDS সার্টিফিকেট জমা দেওয়া হোক বা চেক জমা দেওয়া- ব্যাংকের দরজায় উপস্থিত না হয়ে উপায় থাকে না। এই প্রয়োজনীয়তাটুকুও এবার ফুরোতে চলেছে। প্রয়োজন যাই হোক না কেন, এবার আর গ্রাহককে ব্যাংকে যেতে হবে না। নয়া দৃষ্টান্ত স্থাপন করে ব্যাংকগুলি গ্রাহকদের বাড়িতে গিয়ে পরিষেবা দেওয়া শুরু করেছে।

কোন কোন ব্যাংকে এই পরিষেবা পাওয়া যাবে?
PSB অ্যালায়েন্স ডোরস্টেপ ব্যাংকিং সার্ভিসের আওতায় ব্যাংকগুলি নতুন আঙ্গিকে নিজেদের উপস্থাপন করেছে। যার ফলে বাড়িতেই মিলবে যাবতীয় ব্যাংকিং পরিষেবা। ভারতীয় স্টেট ব্যাংক, পঞ্জাব ন্যাশনাল ব্যাংক, ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়া, ব্যাংক অফ বরোদা, ব্যাংক অফ ইন্ডিয়া, কানাড়া ব্যাংক, সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া, ইন্ডিয়ান ব্যাংক, ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংক, UCO ব্যাংক, ব্যাংক অফ মহারাষ্ট্র এবং পঞ্জাব অ্যান্ড সিন্ধ ব্যাংক-এর গ্রাহকরা বাড়িতে বসেই সমস্ত ব্যাংকিং পরিষেবা পেতে পারেন।

Senior Citizens Special FD Scheme: প্রবীণদের সুদে কোপ, ৩১ ডিসেম্বর বিভিন্ন ব্যাংকে বন্ধ হচ্ছে স্পেশ্যাল FD স্কিম!
কী কী পরিষেবা পাওয়া যাবে?
PSB অ্যালায়েন্স ডোরস্টেপ ব্যাংকিং সার্ভিসের আওতায় ব্যাংকগুলি গ্রাহকদের একগুচ্ছ পরিষেবা দিচ্ছে। এরমধ্যে আছে:
  • গ্রাহকের বাড়ি থেকে চেক, নতুন চেক বুকের জন্য আবেদন, চেক-সহ আয়কর/ সরকারি / GST চালান এবং ডিজিটাল জীবন প্রমাণ সার্টিফিকেট সংগ্রহ করে তা ব্রাঞ্চে জমা দেওয়া।
  • টার্ম ডিপোজিট সংক্রান্ত পরামর্শ, TDS এবং ফর্ম ১৬ সার্টিফিকেট, গিফট কার্ড, ডিমান্ড ড্রাফট ইত্যাদি ব্যাংকের ব্রাঞ্চ থেকে গ্রাহকের কাছে পৌঁছে দেওয়া।
  • এমনকী গ্রাহকের বাড়ি থেকে নগদ টাকা সংগ্রহ করে ব্যাংকে জমা দেওয়া এবং ব্যাংক থেকে গ্রাহকের কাছে নগদ টাকা পৌঁছে দেওয়ার সুবিধাও মিলবে এই পরিষেবার মাধ্যমে।

এই পরিষেবার সুবিধা নেওয়ার জন্য গ্রাহককে নিজেদের মোবাইলে অথবা ল্যাপটপ বা ডেক্সটপের মাধ্যমে Doorstep Banking App-এ নিজের নাম নথিভুক্ত করতে হবে। মোবাইলে OTP-র মাধ্যমে রেজিস্ট্রেশনের কাজ শেষ হবে।

এই সময় ডিজিটাল এখন টেলিগ্রামেও। সাবস্ক্রাইব করুন, থাকুন সবসময় আপডেটেড। জাস্ট এখানে ক্লিক করুন।

পরের খবর