অ্যাপশহর

'বন্ধন' বাড়ছে বহরে, এখন ৭৫০ শাখা

পশ্চিমবঙ্গে তাদের আরও তিনটি নতুন শাখা খুলল বন্ধন ব্যাংক। বুধবার হাওড়ার কদমতলায় বন্ধন-এর ৭৪৮তম শাখার উদ্বোধন করেন মেয়র ডাক্তার রথীন চক্রবর্তী।

EiSamay.Com 28 Dec 2016, 7:26 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: পশ্চিমবঙ্গে তাদের আরও তিনটি নতুন শাখা খুলল বন্ধন ব্যাংক। বুধবার হাওড়ার কদমতলায় বন্ধন-এর ৭৪৮তম শাখার উদ্বোধন করেন মেয়র ডাক্তার রথীন চক্রবর্তী।
EiSamay.Com bandhan bank touches 750 mark opens 3 new branches in w b
'বন্ধন' বাড়ছে বহরে, এখন ৭৫০ শাখা


এই নিয়ে শুধু হাওড়ায় বন্ধনের মোট শাখার সংখ্যা দাঁড়াল ১৯। এই রাজ্যে সবমিলিয়ে বন্ধনের শাখা হল ৩৩০টি। হাওড়ার কদমতলায় তাদের নতুন শাখার ঠিকানা ৬০/১ কাঁটাপুকুর, থার্ড বাইলেন।

আনুষ্ঠানিক উদ্বোধনের পর মেয়র বলেন, চন্দ্রশেখর ঘোষের নেতৃত্বে এই অল্প সময়ের মধ্যে যে গতিতে বন্ধন ব্যাংক বিস্তার করছে, তাতে গর্ব করার মতোই ঘটনা।

এদিন দক্ষিণেশ্বরে বন্ধন-এর আর একটি শাখার উদ্বোধন করেছেন আদ্যাপীঠের মহারাজ মুরল ভাই। বর্ধমানের কাটোয়ায় আরও একটি শাখার উদ্বোধন হতে চলেছে বৃহস্পতিবার।

পরের খবর

Businessসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল