অ্যাপশহর

দেশের ষষ্ঠ দামি ব্যাঙ্ক হল বন্ধন

গত বছর মার্চ মাসে বন্ধন ব্যাঙ্ক যখন শেয়ার বাজারে নথিভুক্ত হয় তখন বিনিয়োগকারীদের মধ্যে ওই শেয়ার কেনার ঝোঁক ছিল চোখে পড়ার মতো। ওই বছরই দেশের সপ্তম দামি ব্যাঙ্কে পরিণত হয় বন্ধন ব্যাঙ্ক।

EiSamay.Com 1 Nov 2019, 11:53 am
এই সময় ডিজিটাল ডেস্ক: মোটে চার বছর আগে যাত্রা শুরু করে দেশের ষষ্ঠ দামি ব্যাঙ্কে পরিণত হল বন্ধন ব্যাঙ্ক। শেয়ার দরের হিসাবে মঙ্গলবারই বন্ধন ব্যাঙ্কের মোট মূল্য ১ লক্ষ কোটি টাকার গণ্ডি টপকে যায়। সম্প্রতি এইচডিএফসি এবং আগা খান ফাউন্ডেশন প্রতিষ্ঠিত নন-ব্যাঙ্কিং হাউজিং ফিনান্স সংস্থা গ্রূহ ফিনান্সকে অধিগ্রহণ করার পর বন্ধন ব্যাঙ্কে প্রতিষ্ঠাতা বন্ধন ফিনান্সিয়াল হোল্ডিংসের অংশিদারিত্ব ৮২.২৬ শতাংশ থেকে ৬০.৯৬ শতাংশে নেমে আসে। কিন্তু, ব্যাঙ্ক লাইসেন্স শর্ত মানতে ব্যর্থ হওয়ায় মঙ্গলবারই বন্ধন ব্যাঙ্ককে ১ কোটি টাকা জরিমানা করে রিজার্ভ ব্যাঙ্ক। ২০১৪ সালে ব্যাঙ্ক ব্যবসা শুরু করার জন্য পাওয়া রিজার্ভ ব্যাঙ্কের লাইসেন্স অনুযায়ী, ব্যাঙ্ক ব্যবসা শুরু করার তিন বছরের মধ্যে প্রতিষ্ঠাতা সংস্থার অংশিদারিত্ব ৪০ শতাংশে নামিয়ে আনতে হবে বন্ধন ফিনান্সিয়ালকে।
EiSamay.Com D6


গত বছর মার্চ মাসে বন্ধন ব্যাঙ্ক যখন শেয়ার বাজারে নথিভুক্ত হয় তখন বিনিয়োগকারীদের মধ্যে ওই শেয়ার কেনার ঝোঁক ছিল চোখে পড়ার মতো। ওই বছরই দেশের সপ্তম দামি ব্যাঙ্কে পরিণত হয় বন্ধন ব্যাঙ্ক। বুধবার দেশের সবচেয়ে দামি ভারতীয় ব্যাঙ্কগুলির তালিকায় বন্ধন ব্যাঙ্কের থেকে এগিয়ে রইল এইচডিএফসি ব্যাঙ্ক (৬.৮২ লক্ষ কোটি টাকা), আইসিআইসিআই ব্যাঙ্ক (৩.০৪ লক্ষ কোটি টাকা), কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্ক (৩.০১ লক্ষ কোটি টাকা), ভারতীয় স্টেট ব্যাঙ্ক (২.৫৮ লক্ষ কোটি টাকা) এবং অ্যাক্সিস ব্যাঙ্ক (২.১০ লক্ষ কোটি টাকা)।

গ্রূহ ফিনান্স অধিগ্রহণ করার ফলে বন্ধন ব্যাঙ্কের গৃহঋণের ব্যবসা একলাফে ১৭৬৪১.২৭ কোটি টাকা বেড়ে গিয়েছে। জুলাই-সেপ্টেম্বর ত্রৈমাসিকে ব্যাঙ্কের মুনাফাও প্রায় দ্বিগুণ হয়ে ৯৭২ কোটি টাকায় দাঁড়িয়েছে। ওই ত্রৈমাসিকে ১০ লক্ষ নতুন গ্রাহক যোগ করে ব্যাঙ্কের মোট গ্রাহক সংখ্যা দাঁড়িয়েছে ১.৮৩ কোটিতে।

পরের খবর

Businessসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল