অ্যাপশহর

পকেটে আরও টান ফেলল Airtel, মাসে করতেই হবে ৪৫ টাকার রিচার্জ!

গত মাসে মোবাইলের ট্যারিফ এক ধাক্কায় ৪০ শতাংশ বৃদ্ধি করে ভারতীয় এয়ারটেল এবং ভোডাফোন আইডিয়া। তার রেশ কাটার আগে এয়ারটেল গ্রাহকদের জন্য নতুন দুঃসংবাদ।

EiSamay.Com 29 Dec 2019, 8:14 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: বর্ষবরণের আগে ফের দুঃসংবাদ এয়ারটেল গ্রাহকদের জন্য। এ বার প্রি-পেইড গ্রাহকদের ক্ষেত্রে ন্যূনতম মাসিক রিচার্জের মূল্য বৃদ্ধি করল তারা। এবার থেকে মোবাইল পরিষেবা সচল রাখতে প্রতি মাসে অতিরিক্ত ১০ টাকা গুণতে হবে এয়ারটেল গ্রাহকদের। আজ, রবিবার থেকেই নতুন নিয়ম চালু হয়েছে।
EiSamay.Com bad news for airtel prepaid users company hikes minimum monthly recharge
পকেটে আরও টান ফেলল Airtel, মাসে করতেই হবে ৪৫ টাকার রিচার্জ!


এতদিন এয়ারটেলের প্রি-পেইড গ্রাহকদের সমস্ত পরিষেবা সচল রাখতে প্রতি ২৮ দিন অন্তর অন্তত ৩৫ টাকা রিচার্জ করতে হত। গত বছরের নভেম্বর মাসে এই নিয়ম চালু করেছিল দেশের প্রথম সারির এই টেলিকম সংস্থাটি। এ বার তা বেড়ে হয়েছে ৪৫ টাকা। যার অর্থ, গ্রাহকদের খরচ বাড়ল ১০ টাকা।

ভারতী এয়ারটেলের তরফে এক বিবৃতিতে বলা হয়েছে, 'পরিষেবা সচল রাখতে প্রতি ২৮ দিন অন্তর গ্রাহকদের অন্তত ৪৫ টাকা অথবা তার বেশি মূল্যের রিচার্জ করতেই হবে। ট্যারিফের মেয়াদ শেষের পরেও ৪৫ টাকা বা তার বেশি মূল্যের রিচার্জ না করলে ১৫ দিনের গ্রেস পিরিয়ড পাওয়া যাবে। তবে সেই সময়ের মধ্যে গ্রাহকদের পরিষেবায় কাটছাঁট করার অধিকার এয়ারটেল কর্তৃপক্ষের থাকবে। তার আর ১৫ দিনের গ্রেস পিরিয়ডের পরেও ন্যূনতম ৪৫ টাকা দিয়ে রিচার্জ না করলে সমস্ত সুযোগ সুবিধা বন্ধ করে দেওয়া হবে।'

গত মাসে মোবাইলের ট্যারিফ এক ধাক্কায় ৪০ শতাংশ বৃদ্ধি করে ভারতীয় এয়ারটেল এবং ভোডাফোন আইডিয়া। তার রেশ কাটার আগে এয়ারটেল গ্রাহকদের জন্য নতুন দুঃসংবাদ।

পরের খবর

Businessসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল