অ্যাপশহর

বাহুবলী চান? এবার সিকিওরিটি গার্ডও সাপ্লাই দেবেন রামদেব

এবার নয়া স্টার্ট-আপ নিয়ে বাজারে বাবা রামদেব। চলে এল তাঁর প্রাইভেট সিকিওরিটি সংস্থা, যার নাম দেওয়া হয়েছে 'পরাক্রম সুরক্ষা' প্রাইভেট লিমিটেড।

Ei Samay 13 Jul 2017, 8:12 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: যোগগুরু থেকে শিল্পোদ্যোগী হয়ে, হেঁশেল অবধি পৌঁছে গিয়েছেন আগেই। 'পতঞ্জলি'র ব্যানারে হেন কোনও পণ্য নেই, যা পাওয়া যায় না। চাল-ডাল-আটা-তেল থেকে সাবান-শ্যাম্পু হয়ে বাচ্চাদের নুডলস, ফ্রুট জুস অবধি। পতঞ্জলির এহেন সাফল্যের পর এবার নয়া স্টার্ট-আপ নিয়ে বাজারে বাবা রামদেব। চলে এল তাঁর প্রাইভেট সিকিওরিটি সংস্থা, যার নাম দেওয়া হয়েছে 'পরাক্রম সুরক্ষা' প্রাইভেট লিমিটেড।
EiSamay.Com baba ramdev launches private security firm parakram suraksha
বাহুবলী চান? এবার সিকিওরিটি গার্ডও সাপ্লাই দেবেন রামদেব


রামদেবে জানিয়েছেন, অভিজ্ঞ সিকিওরিটি অফিসারদের তত্ত্বাবধানে তরুণদের দক্ষ নিরাপত্তারক্ষী হিসেবে গড়ে তুলতে ইতিমধ্যেই প্রশিক্ষণ শুরু হয়েছে ।
ভারতে প্রাইভেট সিকিওরিটি পরিষেবার বাজার এই মুহূর্তে দ্রুত বর্ধনশীল। যেখানে বিভিন্ন বহুজাতিক সংস্থা রাজ করে চলেছে। 'স্বদেশিয়ানা'কে সামনে রেখে এবার সেই বাজার ধরতেও নেমে পড়ছেন যোগগুরু। যোগী হলেও তাঁর ব্যবসায়িক বুদ্ধি কত প্রখর, যুগোপযোগী স্টার্ট-আপের এক সিদ্ধান্তে আরও একবার বুঝিয়ে দিলেন।

পরের খবর

Businessসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল