অ্যাপশহর

অটো এলপিজিতে জিএসটি কমানোর আর্জি সংগঠনের

কম্প্রেসড ন্যাচারাল গ্যাস বা সিএনজির মতো লিকুইফায়েজ পেট্রোলিয়াম গ্যাসও (এলপিজি) স্বচ্ছ জ্বালানি এবং পেট্রল ও ডিজেলের তুলনায় এর খরচও কম। বিশ্বের ৭০টি দেশে অটো এলপিজি ব্যবহার করা হয়।

EiSamay.Com 28 Aug 2019, 2:54 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: গাড়ি চালাতে ব্যবহৃত এলপিজির উপর পণ্য ও পরিষেবা করের (জিএসটি) পরিমাণ কমিয়ে ৫ শতাংশ করার দাবি জানাল এলপিজি চালিত গাড়ির সংগঠন দ্য ইন্ডিয়ান অটো এলপিজি কোয়ালিশন (আইএসি)। অন্যান্য জ্বালানি চালিত গাড়ির সঙ্গে প্রতিযোগিতায় টক্কর দেওয়ার সুযোগ করে দিতে এবং পরিবেশ বান্ধব জ্বালানির ব্যবহার বাড়াতে জিএসটি কমানো প্রয়োজন বলেই জানিয়েছে আইএসি। আইএসি-র ডিরেক্টর জেনারেল সুযশ গুপ্তার কথায়, ‘কেন্দ্র অটো এলপিজিকে সিএনজির মতো অন্য যে কোনও স্বচ্ছ জ্বালানির সমান গুরুত্ব দিয়ে আর্থিক সুবিধা দিক। বিশ্বের সব থেকে দ্রুত বৃদ্ধিপ্রাপ্ত অর্থনীতির শহরগুলিতে দূষণের পরিমাণ কমাতে এ ধরনের জ্বালানি আরও বেশি ব্যবহারের প্রয়োজন রয়েছে।’
EiSamay.Com D7


কম্প্রেসড ন্যাচারাল গ্যাস বা সিএনজির মতো লিকুইফায়েজ পেট্রোলিয়াম গ্যাসও (এলপিজি) স্বচ্ছ জ্বালানি এবং পেট্রল ও ডিজেলের তুলনায় এর খরচও কম। বিশ্বের ৭০টি দেশে অটো এলপিজি ব্যবহার করা হয়। অন্যদিকে, ইরান, ভারত এবং পাকিস্তান সমেত চার-পাঁচটি দেশ গাড়ি চালানোর জন্য সিএনজি ব্যবহার করে থাকে। সুযশের কথায়, ‘অটো এলপিজির সিলিন্ডার সিএনজি-র সিলিন্ডারের থেকে হাল্কা হয় এবং পেট্রল/ডিজেল ভরতে যে সময় লাগে প্রায় একই সময় লাগে এই সিলিন্ডার ভরতে।’ তিনি আরও বলেন, ‘আমরা কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন এবং জিএসটি কাউন্সিলের সমস্ত সদস্যের কাছে চিঠি পাঠিয়ে অটো এলপিজির উপর জিএসটি হার বর্তমান ১৮ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করার বিষয়টি বিবেচনার জন্য আর্জি জানিয়েছি।’

রান্নার জন্য যে এলপিজি ব্যবহার করা হয় তার উপর ৫ শতাংশ হারে জিএসটি নেওয়া হয়। অথচ, গাড়িতে ব্যবহৃত এলপিজির উপর বেশি জিএসটি নেওয়ায় বেআইনি ভাবে রান্নার গ্যাসের সিলিন্ডার থেকে গাড়িতে ব্যবহৃত সিলিন্ডারে গ্যাস ভরে তা চালানোর কাজ চলছে, জানিয়েছে আইএসি। অটো এলপিজি কিটস-এর ক্ষেত্রেও জিএসটির পরিমাণ বর্তমান ২৮ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করার দাবি জানানো হয়েছে। সুযশ বলেন, ‘কেন্দ্র বিদ্যুৎ চালিত গাড়ির জন্য ১০ হাজার কোটি টাকার ভর্তুকি দিচ্ছে। অটো এলপিজি-র জন্য কোনও ভর্তুকি দিতে হবে না, আমরা প্রতিযোগিতায় টক্কর দেওয়ার জন্য একটি সমান্তরাল ব্যবস্থা চাইছি। আর অটো এলপিজির উপর জিএসটি হ্রাস সে ক্ষেত্রে কার্যকরী ভূমিকা পালন করতে পারে। সিএনজি-র সঙ্গে অটো এলপিজির তুলনা করা হলে দেখা যাবে অটো এলপিজির ক্ষেত্রে ১৩ শতাংশ কম মিথেন এবং সামান্য কম কার্বন ডাই অক্সাইড নির্গমণ হয়।’

পরের খবর

Businessসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল