অ্যাপশহর

সোনার দোকানে টাকা জমিয়ে গয়না? সাবধান! নতুন নিয়মে ওটাও চিট ফান্ড

পশ্চিমবঙ্গে একাধিক নামী গয়নার দোকান এই ধরনের অফার দেয়।

EiSamay.Com 22 Feb 2018, 11:44 am
এই সময় ডিজিটাল ডেস্ক: ১১ মাস ধরে টাকা রাখুন। মেয়াদ শেষে গয়না। শেষ মাসের ফ্রি। আবাসন শিল্পেও একাধিক প্রমোটার বা আবাসন সংস্থা লগ্নিতে ফিক্সড রিটার্নের অফার দিচ্ছে। মেয়াদ শেষে নিশ্চিত রিটার্ন। এ বার এই ধরনের প্রক্রিয়ায় টাকা নেওয়া অবৈধ। এবং তা পনজি স্কিম হিসেবেই দেখা হবে। জানিয়ে দিল কেন্দ্র। এ বিষয়ে একটি বিল খুব শীঘ্রই সংসদে আনা হচ্ছে।
EiSamay.Com assured return offers by realtors and jewellers government believes that they are unregulated deposits
সোনার দোকানে টাকা জমিয়ে গয়না? সাবধান! নতুন নিয়মে ওটাও চিট ফান্ড


আরও পড়ুন: চিট ফান্ডের বাড়বাড়ন্ত নিয়ে ঘাড় থেকে দায় ঝেড়ে ফেলতে

বহু জুয়েলারি মানুষের থেকে মাসে মাসে টাকা নিয়ে মেয়াদ শেষে গয়না ফেরতের স্কিম চালায়। পশ্চিমবঙ্গে একাধিক নামী গয়নার দোকান এই ধরনের অফার দেয়। বেশ কিছু আবাসন সংস্থা পজেশন পাওয়া পর্যন্ত গ্রাহকের থেকে টাকা নিয়ে ফিক্সড রিটার্নের প্রস্তাব দেয়। এই প্রক্রিয়া বেআইনি। কেন্দ্রের বক্তব্য, চিট ফান্ডের মতোই ব্যবসা ফাঁদছে সংস্থাগুলি।

আরও পড়ুন: ​ চিট ফান্ড নয়, থিমে উড়ছে সিন্ডিকেটের টাকা

এই অবৈধ ব্যবসা বন্ধ করতে আনরেগুলেটেড ডিপোজিট স্কিম বিল আনছে কেন্দ্র। বিলটি ক্যাবিনেটে পাশ হয়ে গিয়েছে। এ বার সংসদে আনা হবে। দেখা গিয়েছে, বেশ কিছু রিয়েল এস্টেট সংস্থা অফার দিচ্ছে, তাদের কাছে টাকা রাখলে ১২ থেকে ১৪ শতাংশ ফিক্সড রিটার্ন মিলবে পজেশন পাওয়া পর্যন্ত।

জুয়েলারি ও আবাসন শিল্পে এই ভাবে লগ্নির রমরমা বেশি পশ্চিমবঙ্গ, ওডিশা ও ঝাড়খণ্ডে। বহু লগ্নিকারীর অভিযোগ, প্রথম কয়েক মাস টাকা দিচ্ছে প্রমোটাররা। তারপরেই বন্ধ করে দিচ্ছে।

খবরটি ইংরেজিতে পড়ুন

পরের খবর

Businessসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল