অ্যাপশহর

প্রযুক্তি ক্ষেত্রে গবেষণা ও উন্নয়নের লক্ষ্যে ASSOCHAM-এর উদ্যোগ

রাজ্যজুড়ে বাণিজ্যক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তা ও রোবোটিক্স শিল্পে উন্নয়নে গতি আনতে উদ্যোগী হল অ্যাসোচ্যাম।

EiSamay.Com 27 Oct 2017, 5:00 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: রাজ্যজুড়ে বাণিজ্যক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তা ও রোবোটিক্স শিল্পে উন্নয়নে গতি আনতে উদ্যোগী হল অ্যাসোচ্যাম। সেই লক্ষ্যে তথ্য প্রযুক্তি, সাইবার জগত্‍, আইন, উত্‍পাদন ও স্বাস্থ্য ক্ষেত্রের বিশেষজ্ঞদের নিয়ে একদিনের বিশেষ কর্মশালার আয়োজন করতে চলেছে সংস্থা।
EiSamay.Com assocham arranges a day long initiative on artificial intelligence and robotics
প্রযুক্তি ক্ষেত্রে গবেষণা ও উন্নয়নের লক্ষ্যে ASSOCHAM-এর উদ্যোগ


শুক্রবার উদ্বোধনী অনুষ্ঠানে অ্যাসোচ্যাম-এর পূর্বা্চলীয় বিভাগের চেয়ারম্যান নবীন জয়সওয়াল জানান, প্রযুক্তি নির্ভর সংস্থার ক্ষেত্রে গবেষণা ও পরীক্ষার গুরুত্ব অসীম। গবেষণার উন্বনয়নের ন্য সরকার ও শিল্পমহলের মধ্যে নির্ভরযোগ্য মৈত্রী থাকা জরুরি।

উদ্বোধনী ভাষণে সংস্থার ডিরেক্টর পরমিন্দর কাউর মূলত আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ও রোবোটিক্স কাজে লাগিয়ে সামগ্রিক উন্নয়ন বাস্তবায়িত করার পক্ষে বিস্তারিত ব্যাখ্যা পেশ করেন। তিনি জানান, যন্ত্রকে কাজে লাগিয়ে মানব সমাজের উন্নয়ন সুনিশ্চিত গেলে ঠিক আইনি পরিকাঠামো প্রয়োজন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত মুখ্যসচিব দেবাশিস সেন। এদিনের অনুষ্ঠানে সাইবার নিরাপত্তা, উত্‍পাদন ও স্বাস্থ্য পরিষেবা সংক্রান্ত আলোচনা হয়েছে। শেষ পর্বে প্রদান করা হয় অ্যাসোচ্যাম এক্সেলেন্স পুরস্কার।

পরের খবর

Businessসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল