অ্যাপশহর

বাজেট ২০১৮। হাওয়াই চটি পরেন যাঁরা, তাঁরাও এবার চাপবেন বিমান

বৃহস্পতিবার বাজেট পেশ করার সময়ে অর্থমন্ত্রী অরুণ জেটলি বলেন এবার সাধারণ মানুষের জন্যে সাধ্যের মধ্যেই হবে বিমানযাত্রা।

EiSamay.Com 1 Feb 2018, 2:39 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: বৃহস্পতিবার বাজেট পেশ করার সময়ে অর্থমন্ত্রী অরুণ জেটলি বলেন এবার সাধারণ মানুষের জন্যে সাধ্যের মধ্যেই হবে বিমানযাত্রা। বিমানবন্দরগুলির ধারণক্ষমতা বাড়ানো প্রসঙ্গে তিনি বলেন, ‘যাঁরা হাওয়াই চপ্পল পরেন তাঁরাও এবার হাওয়াই জাহাজে উঠতে পারবেন।’
EiSamay.Com arun jaitley wants everyone to fly those in hawai chappal must fly on hawai jahaj he says
বাজেট ২০১৮। হাওয়াই চটি পরেন যাঁরা, তাঁরাও এবার চাপবেন বিমান


উড়ান (উড়ে দেশ কা আম নাগরিক) প্রকল্পের অন্তর্গত এই পদক্ষেপ কেন্দ্রীয় সরকারের। বাজেট পেশের সময়ে জেটলি জানিয়েছেন, প্রতিটি বিমানবন্দরের ক্ষমতা ৫ গুণ বাড়ানোর কথা ভাবছে সরকার। এতে বছরে অন্তত ১০০ কোটি ট্রিপ হবে বলেই আশা করছে সরকার। এর ফলে কমবে বিমানযাত্রার খরচও।


বর্তমানে দেশে ১২৪টি বিমানবন্দর কার্যকর রয়েছে। আগামীদিনে আরও ৫৬টি
পরিষেবার বাইরে থাকা বিমানবন্দর ও ৩১টি হেলিপ্যাডকেও ব্যবহারযোগ্য করে তোলার পরিকল্পনা সরকারের। ইতোমধ্যে কাজ শুরু হয়ে গিয়েছে এমনই ১৬টি বিমানবন্দরের।


২০১৭ সালের এপ্রিল মাসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উড়ান প্রকল্পের অধীনে প্রথম আঞ্চলিক বিমান চালু করেন। শুরু হয় সিমলা-দিল্লি, কাডাপা-হায়দরাবাদ এবং নানদেদ-হায়দরাবাদ বিমান পরিষেবা। গত বছর এপ্রিল মাসে প্রধানমন্ত্রীর দপ্তর থেকে জানানো হয়েছিল ৫০০ কিমি পর্যন্ত যাত্রা পথের জন্যে ১ ঘন্টার বিমানযাত্রা অথবা ৩০ মিনিটের হেলিকপ্টার যাত্রার জন্যে খরচ পড়বে ২৫০০ টাকা।

খবরটি ইংরেজিতে পড়তে CLICK করুন

পরের খবর

Businessসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল