অ্যাপশহর

একদিনে জমা পড়েছে ১৪ লক্ষ IT রিটার্ন! ডেডলাইনের আগে ট্যুইট করে আর যা জানাল আয়কর দফতর...

গত ২৮ ডিসেম্বর দেশজুড়ে প্রায় ১৪ লক্ষ আয়কর রিটার্ন জমা পড়েছে। ট্যুইট করে এমনই জানিয়েছে আয়কর দফতর।

EiSamay.Com 29 Dec 2020, 10:12 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: আয়কর রিটার্ন (ITR) জমা দেওয়ার ডেডলাইন ৩১ ডিসেম্বর। হাতে আরও ৭২ ঘণ্টাও সময় নেই। এই পরিস্থিতিতে শেষ মুহূর্তের জন্য অপেক্ষা না করে এখনই গুরুত্বপূর্ণ এই আর্থিক কাজ সেরে ফেলার জন্য করদাতাদের পরামর্শ দিয়েছে আয়কর বিভাগ।
EiSamay.Com tax
ফাইল ছবি


ডেডলাইন যত এগিয়ে আসছে ততই দৈনিক ITR জমা দেওয়ার সংখ্যা বাড়ছে। এর মধ্যে গত রবিবার মাত্র ২৪ ঘণ্টায় প্রায় ১৪ লক্ষ করদাতা ২০২০-২১ মূল্যায়ন বছরের (২০১৯-২০ আর্থিক বছর) জন্য রিটার্ন জমা দিয়েছেন। ফলে সোমবার পর্যন্ত মোট ৪ কোটি ৩৭ লক্ষ আয়কর রিটার্ন জমা পড়েছে। রবিবার পর্যন্ত এই সংখ্যা ছিল ৪ কোটি ২৩ লক্ষ টাকা।

ITR Filing Penalty: ৩১ ডিসেম্বরই শেষ সুযোগ! ITR জমায় দেরি করলে ১০ হাজার টাকা জরিমানা
এদিন আয়কর দফতরের তরফে ট্যুইট করে বলা হয়েছে, '২০২০-২১ মূল্যায়ন বর্ষে ২৮ ডিসেম্বর পর্যন্ত ৪.৩৭ কোটি আয়কর রিটার্ন জমা পড়েছে। আশা করছি আপনিও আপনার ITR জমা দিয়েছেন। যদিও এখনও আয়কর রিটার্ন জমা না দিয়ে থাকেন আর অপেক্ষা করবেন না। আজই আপনার ২০২০-২১ মূল্যায়ন বর্ষের ITR ফাইল করুন।'


এদিকে, ৩১ ডিসেম্বরের মধ্যে IT রিটার্ন জমা না (ITR filing penalty) দিলে বড় অঙ্কের আর্থিক জরিমানার মুখে পড়তে হবে করদাতাদের। গত বছরের তুলনায় এই বছর জরিমানার অঙ্ক দ্বিগুণ হবে।

যে সমস্ত আয়কর দাতাদের নিট বার্ষিক আয় ৫ লক্ষ টাকার বেশি আয়কর আইনের ২৩৪(এফ) ধারা অনুসারে দেরিতে আয়কর রিটার্ন জমা দিলে সংশ্লিষ্ট করদাতার উপরে সাধারণত দু'ধরনের ফি প্রযুক্ত হয়। ডেটলাইন পেরিয়ে যাওয়ার পরে কিন্তু ৩১ ডিসেম্বরের মধ্যে ITR ফাইল জমা দিলে ৫,০০০ টাকা জরিমানা দিতে হয়। আর ১ জানুয়ারি থেকে ৩১ মার্চের মধ্যে ITR ফাইল করলে ১০,০০০ টাকা জরিমানা দিতে হয়। এবার যেহেতু সরকার ITR জমা দেওয়ার ডেটলাইন যেহেতু সরকার ৩১ ডিসেম্বর পর্যন্ত বৃদ্ধি করেছে তাই সেই ডেডলাইন পার করে গেলে ১০ হাজার পর্যন্ত জরিমানা গুণতে হতে পারে।

এই সময় ডিজিটাল এখন টেলিগ্রামেও। সাবস্ক্রাইব করুন, থাকুন সবসময় আপডেটেড। জাস্ট এখানে ক্লিক করুন

পরের খবর

Businessসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল