অ্যাপশহর

বিপুল লগ্নির পথে অ্যাপল

কেন্দ্রীয় ইলেকট্রনিক্স ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ সম্প্রতি দাবি করেছেন, দেশে তাদের বিভিন্ন সহযোগী সংস্থার মাধ্যমে ৭,০০০ কোটি টাকা বিনিয়োগ করার কথা জানিয়েছে অ্যাপল। যার ফলে ভারতে তাদের প্রোডাকশন লাইনকে আরও সমৃদ্ধ করা সম্ভব হবে।

EiSamay.Com 18 Sep 2019, 3:26 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: কিছু দিন আগে পর্যন্তও একক ব্র্যান্ড পণ্যের খুচরো বিক্রির ক্ষেত্রে বিদেশি সংস্থাগুলিকে ভারতে উৎপাদন করে তা এদেশেই বিক্রির ক্ষেত্রে ন্যূনতম ৩০ শতাংশ কাঁচামাল স্থানীয় ভাবে কিনতে হত। সম্প্রতি এই শর্ত শিথিল করে সংস্থাগুলিকে ভারতে বিক্রি ও রপ্তানির ক্ষেত্রে ন্যূনতম ৩০ শতাংশ কাঁচামাল স্থানীয় ভাবে কেনার অনুমোদন দিয়েছে কেন্দ্র। যার ফায়দা তুলতে আগামী কয়েক মাসের মধ্যেই ভারতে অনলাইনে আইফোন, আইপড ও ম্যাক কম্পিউটার বিক্রি শুরুর পরিকল্পনা আগেই জানিয়েছিল অ্যাপল। যে প্রক্রিয়াকে আরও একধাপ এগিয়ে নিয়ে গিয়ে ‘মেক ইন ইন্ডিয়া’ প্রকল্পে অংশ নিয়ে ভারতেই স্থানীয় ভাবে আরও বেশি সংখ্যক আইফোনের মডেল তৈরির পথে পদক্ষেপ করলেন অ্যাপল কর্তৃপক্ষ।
EiSamay.Com D5


কেন্দ্রীয় ইলেকট্রনিক্স ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ সম্প্রতি দাবি করেছেন, দেশে তাদের বিভিন্ন সহযোগী সংস্থার মাধ্যমে ৭,০০০ কোটি টাকা বিনিয়োগ করার কথা জানিয়েছে অ্যাপল। যার ফলে ভারতে তাদের প্রোডাকশন লাইনকে আরও সমৃদ্ধ করা সম্ভব হবে। বিষয়টি সম্পর্কে অবহিত কিন্তু নামপ্রকাশে অনিচ্ছুক এক আধিকারিকের দাবি, মার্কিন-চিন বাণিজ্য সম্পর্কের লাগাতার অবনতির প্রেক্ষিতে অ্যাপলের কাছে তাদের মোবাইল ও অন্য পণ্যের উৎপাদন ও বিক্রির জন্য এখন ভারতই সবথেকে কাঙ্খিত দেশ। যেখানে সস্তায় প্রভূত শ্রমিক মেলায়, এখানেই আইফোনের একাধিক মডেল তৈরি করে তা রপ্তানি করা সম্ভব হবে। পাশাপাশি ভারতেও বর্তমানে প্রিমিয়াম স্মার্টফোনের বাজার ১০-১২ শতাংশ হারে বৃদ্ধি পাচ্ছে। সেখানে ভারতেই তৈরি করা সম্ভব হলে আইফোনের দাম কমিয়ে স্যামসাং, ওয়ান প্লাসের মতো সংস্থাগুলিকে কড়া চ্যালেঞ্জ ছুঁড়ে দেওয়া সম্ভব হবে। আধিকারিকটির দাবি, এতদিন ভারতে তাদের আইফোন সিক্স-এস ও এসই’র মতো কমদামি ফোনগুলি বেঙ্গালুরুতে উইসট্রন কর্পকে দিয়ে অ্যাসেম্বল করত অ্যাপল। বিস্তর টালবাহানার পর অবশেষে ভারতেই তাদের তুলনায় সাম্প্রতিক মডেলগুলির অ্যাসেম্বলিংও শুরু করতে চলেছে অ্যাপল। ভারতে তাদের কনট্র্যাক্ট ম্যানুফ্যাকচারার ফক্সকন টেকনোলজি এবং উইনস্ট্রম-এর সহযোগিতায় যে উৎপাদনের কাজ তৈরির পরিকল্পনা করছে অ্যাপল।

অন্য দিকে প্রসাদ আরও জানিয়েছেন, দেশে মোবাইল-সহ ইলেকট্রনিক যন্ত্র ও যন্ত্রাংশের উৎপাদন বৃদ্ধির জন্য নতুন নীতির খসড়া ইতিমধ্যেই প্রকাশ করেছে কেন্দ্র। নিয়মের খুঁটিনাটি ও সুযোগসুবিধার বিবরণ-সহ পূর্ণাঙ্গ রোডম্যাপ শীঘ্রই প্রকাশ করা হবে।

পরের খবর

Businessসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল