অ্যাপশহর

চিনা ভিটামিন সি-র উপর অতিরিক্ত শুল্ক, কেন্দ্রীয় সংস্থার প্রস্তাবে সায় নমোর?

India-China Latest News: অ্যান্টি ডাম্পিং ডিউটি বসলে নয়াদিল্লি-বেজিং সম্পর্কে নতুন করে সমস্যা সৃষ্টি হতে পারে বলে আশঙ্কা পররাষ্ট্র মহলের একাংশের।

Lipi 14 Sep 2021, 12:41 pm
India-China News: ভারত-চিন দ্বিপাক্ষিক সম্পর্কে ফের নাটকীয় ওঠাপড়া। তবে এবার সামরিক নয়, অর্থনৈতিক ক্ষেত্রে। এর কারণ, কেন্দ্রীয় বাণিজ্য মন্ত্রণকের তদন্তকারী শাখা সংস্থা DGTR-এর এক সুপারিশ। যা অনুযায়ী, স্থানীয় উৎপাদনকারীদের রক্ষা করতে চিন থেকে উৎপাদিত সস্তায় আমদানি করা ভিটামিন সি-এর (Vitamin C) উপর অ্যান্টি ডাম্পিং ডিউটি জারি করা উচিত ৷ প্রসঙ্গত, এই ভিটামিন সি (Vitamin C) ওষুধ উৎপাদনের জন্য স্থানীয় ফার্মাসিউটিক্যাল ফার্মগুলি ব্যবহার করে থাকে ৷ ডিরেক্টর জেনারেল অফ ট্রেড রেমেডিস (DGTR) রিপোর্টে জানিয়েছে, চিন থেকে যা আমদানি করা হয়, তা দেশীয় বাজারে বিক্রয়মূল্যের নীচে রয়েছে। এমনকী তা বিক্রি করতে যা খরচ হয়, তার থেকেও কম।
EiSamay.Com India vs China
শি জিনপিং ও নরেন্দ্র মোদী (ফাইল ফটো)


DGTR এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, এভাবে আমদানির জন্য দেশীয় শিল্প প্রভাবিত হচ্ছে। আরও বলা হয়েছে, চিন থেকে উৎপাদিত বা রফতানি হওয়া সমস্ত পণ্য আমদানির উপর, কেন্দ্রীয় সরকার কর্তৃক পাঁচ বছরের জন্য একটি নির্দিষ্ট অ্যান্টি-ডাম্পিং (Anti-Dumping) শুল্ক আরোপ করা হোক।

কী বলা হয়েছে DGTR -এর সুপারিশে? রিপোর্টে বলা হয়েছে, আমদানির ক্ষেত্রে প্রতি কেজিতে 3.2 ডলার (ভারতীয় মুদ্রায় প্রায় ₹235.64) এবং প্রতি কেজিতে 3.55 ডলার (ভারতীয় মুদ্রায় প্রায় ₹261.41) শুল্ক বসানো হোক। শুল্ক আরোপ সংক্রান্ত চূড়ান্ত সিদ্ধান্ত অর্থ মন্ত্রক নেয়। আন্তর্জাতিক বাণিজ্যের ভাষায়, ডাম্পিং তখনই ঘটে যখন একটি দেশ বা একটি সংস্থা কোনও দেশের অভ্যন্তরীণ বাজারের পণ্যের মূল্যের চেয়ে কম মূল্যে একটি পণ্য রপ্তানি করে। ডাম্পিং আমদানিকারক দেশে সেই পণ্যের দামকে প্রভাবিত করে আর উৎপাদনকারী সংস্থার মার্জিন এবং মুনাফাকে আঘাত করে।

বিশ্ব বাণিজ্যের নিয়ম অনুযায়ী, একটি দেশকে এই ধরনের ডাম্পড পণ্যের উপর শুল্ক আরোপ করার অনুমতি দেওয়া হয় যাতে দেশীয় নির্মাতাদের সমতুল্য লড়াই করার ব্যবস্থা করা যায়। ভারতে DGTR-এর মতো আধা বিচার বিভাগীয় সংস্থা কর্তৃক পুঙ্খানুপুঙ্খ তদন্তের পরই এই শুল্ক আরোপ করা হয়ে থাকে।

রোজ কতটা Vitamin C খাওয়া স্বাস্থ্যসম্মত? জানাচ্ছে সমীক্ষা...
ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের (WTO) অধীনে থাকলে অ্যান্টি-ডাম্পিং (Anti-Dumping) শুল্ক আরোপ করার অনুমতি থাকে৷ ভারত ও চিন এই জেনেভা ভিত্তিক সংগঠনের সদস্য, যা বিশ্বব্যাপী বাণিজ্য নীতিগুলি নিয়ে কাজ করে থাকে। এই ভাবে শুল্ক বসানোর লক্ষ্য হচ্ছে ন্যায্য ভাবে ব্যবসা নিশ্চিত করা, বিদেশি উৎপাদক এবং রফতানিকারকদের সঙ্গে দেশীয় উৎপাদকদের জন্য একটি সমতুল্য ক্ষেত্র তৈরি করা। স্বাভাবিকভাবেই এমন সুপারিশের ফলে দেশীয় উৎপাদনকারীদের খুশি হওয়ার কথা ৷ প্রসঙ্গত, এমনিতেই চিনের সঙ্গে ভারতের সম্পর্ক ঘিরে নানা জটিলতা রয়েছে, সেখানে এমন কোনও সুপারিশে সেই জটিলতা আরও বাড়বে বলেই আশঙ্কা তথ্যভিজ্ঞ মহলের একাংশের৷

ব্যক্তিগত সঞ্চয় থেকে টাটকা ক্রিপ্টো আপডেট- সব ধরনের ব্যবসার খবর বাংলায় পড়তে এবং আপডেটেড থাকতে আজই ক্লিক করুন এই সময় ডিজিটালের ব্যবসা পেজে।

পরের খবর

Businessসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল