অ্যাপশহর

শেয়ার বাজারে বড় পতন! সেনসেক্স পড়ল ৬৫০ পয়েন্ট

শুধু জম্মু-কাশ্মীরের সংকট নয়, শেয়ার বাজারে এই ধসের পিছনে অন্যতম কারণ আমেরিকা এবং চিনের মধ্যে ক্রমশ বৃদ্ধি পাওয়া ব্যবসায়িক টানাপোড়েন। সেনসেক্স ১.৭৬ শতাংশ পড়ে এসে দাঁড়ায় ৩৬,৪৬৪ পয়েন্টে। অন্যদিকে নিফটি ২০৭ পয়েন্ট পড়ায় সূচক নেমে আসে ১.৮৮ শতাংশ।

EiSamay.Com 5 Aug 2019, 11:09 am
এই সময় ডিজিটাল ডেস্ক: গত কয়েকদিনে ক্রমশ বেড়েছে জম্মু-কাশ্মীর নিয়ে সংকট। সোমবার সকাল ৯.৩০টায় প্রধানমন্ত্রীর বাসভবনে আয়োজিত হয়েছিল মন্ত্রিসভার উচ্চ পর্যায়ের বৈঠক। আগামীদিনে কী অপেক্ষা করছে জম্মু-কাশ্মীর তথা দেশের ভাগ্যে! সেই শঙ্কার মধ্যেই সোমবার শেয়ার বাজার খুলতেই বড় ধাক্কা।
EiSamay.Com amid tension in jammu kashmir and us-china trade, sensex crashes over 650 points, nifty drags below 10,800
সেনসেক্স পড়ল ৬৫০ পয়েন্ট


এদিন সকালে শেয়ার বাজার খুলতেই বিএসই সেনসেক্সের সূচকে বড় পতন। এক ধাক্কায় নেমে যায় ৬৫০ পয়েন্ট। নিফটি নেমে আসে ১০,৮০০ পয়েন্টের নিচে। সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়েছে ব্যাংক এবং মেটালের শেয়ার দর। তবে শুধু জম্মু-কাশ্মীরের সংকট নয়, শেয়ার বাজারে এই ধসের পিছনে অন্যতম কারণ আমেরিকা এবং চিনের মধ্যে ক্রমশ বৃদ্ধি পাওয়া ব্যবসায়িক টানাপোড়েন।

সেনসেক্স ১.৭৬ শতাংশ পড়ে এসে দাঁড়ায় ৩৬,৪৬৪ পয়েন্টে। অন্যদিকে নিফটি ২০৭ পয়েন্ট পড়ায় সূচক নেমে আসে ১.৮৮ শতাংশ। বিএসই সেনসেক্সে সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়েছে ইয়েস ব্যাংক, টাটা মোটরস, বেদান্ত, ভারতীয় স্টেট ব্যাংক, টাটা স্টিল এবং পাওয়ার গ্রিডের শেয়ার। গড়ে প্রায় ৬.৮৯ শতাংশ পড়েছে এই সব সংস্থার শেয়ার দর। নিফটির ক্ষেত্রে আইটি সংস্থাগুলির শেয়ার দর ছাড়া বাকি সব ক্ষেত্রেই বড় পতন লক্ষ্য করা গিয়েছে। এক্ষেত্রের বড় ক্ষতির মুখে রাষ্ট্রায়াত্ব ব্যাংকগুলির শেয়ার দর। এদিন ৯৮ পয়সা পড়ে মার্কিন ডলারের তুলনায় ভারতীয় মুদ্রার দর এসে দাঁড়ায় ৭০.৫৮ টাকায়।

পরের খবর

Businessসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল